তারউপর টিউবওয়েলগুলিও অনেকটাই দূরে অবস্থিত। ফলে জনস্বাস্থ্য কারিগরী দফতরেরে দেওয়া পাইপ লাইনের জলই ভরসা এলাকার বাসিন্দাদের। সেই জলে কেঁচো মেলায় যথেষ্ট আতঙ্কিত স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারা এব্যাপারে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবী করেছেন। স্থানীয় কচুবেড়িয়া জলপ্রকল্পের অধীন এই পাইপলাইন অবস্থিত। সাগরের বামনখালি থেকে পাম্প হাউসের মাধ্যমে দিনে সকাল ও বিকেলে এই জল সরবরাহ করা হয়।
advertisement
আরও পড়ুন: পেশায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক, নেশায় গাছ! জানলে অবাক হবেন
এই খবর জানার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েতের উপপ্রধান শান্তনু জানা। তিনি জনস্বাস্থ্য কারিগরী দফতরের নজরে বিষয়টি আনবেন বলে জানিয়েছেন। অন্যদিকে জনস্বাস্থ্য কারিগরী দফতরের কাকদ্বীপ মহকুমার অ্যাসিন্টেট ইঞ্জিনিয়ার অরুণ হালদার জানান,এটি ভুর্গভস্থ জল।এরকম হওয়ার কথা নয়। কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
নবাব মল্লিক