এই জল স্কুলের ছাত্রছাত্রীরাও ব্যবহার করে। ফলে অভিভাবকগণ সর্বদা তাদের শিশুদের স্বাস্থ্য নিয়ে চিহ্নিত থাকেন। তাঁরা দ্রুত এই সমস্যার সমাধান চাইছেন বলে খবর। এ নিয়ে বি আর আম্বেদকর শিশু শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষকা অনিতা মাইতি বলেন এই জল পানের অযোগ্য। শিশুদেরকে এই জল ব্যবহার করতে বারণ করা হয়েছে। সমস্যার কথা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য যোগমায়া সন্ধ্যাসী জানান পঞ্চায়েতে তিনি বিরোধী দলের সদস্য হওয়ায় তাঁর কথা কেউ শুনতেই চায় না।
advertisement
সমস্যা সমাধানের জন্য একাধিকবার সকলকে জানানো হয়েছে কেউই কোনো কথা শুনছেন না। শুধুমাত্র নলকূপ নয় গ্রামের সমস্ত উন্নয়নের কাজই থমকে আছে। গ্রামবাসীরা এরফলে খুবই অসুবিধার মধ্যে পড়েছেন।তবে এ নিয়ে পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য রজনীকান্ত বেরা জানান এই সমস্যার জন্য স্থানীয় পঞ্চায়েত সদস্যই দায়ী। পঞ্চায়েত সদস্য এলাকার কোনো উন্নয়ন পরিকল্পনা জমা দেননি বলে জানিয়েছেন তিনি। সমস্যার কথা না জানানোয় সমস্যার সমাধান করা যাচ্ছেনা বলে জানান তিনি। পঞ্চায়েত সদস্য সঠিক নিয়মে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন তিনি।
নবাব মল্লিক