পুজোয় সেই দাম কিছুটা বাড়তে পারে। তবে ইলিশের চাহিদায় কোনো ঘাটতি পড়বে না বলে জানানো হয়েছে মৎস্যজীবীদের পক্ষ থেকে। শুধু ইলিশ নয় ঘাটতি থাকবে না যে কোনো সামুদ্রিক মাছের। এ নিয়ে ডায়মন্ডহারবারের নগেন্দ্রবাজারের এক মৎস্যব্যবসায়ী প্রশান্ত বেরা জানান ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছ কাকদ্বীপ, নামখানা, রায়দিঘী থেকে এই নগেন্দ্রবাজারে আসে এখানে মাছের বড় বাজার বসে। এখান থেকেই মাছ রাজ্যের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। শেষ কয়েক সপ্তাহ মাছ ভাল পরিমাণে আসায় পুজোয় মাছের যোগানে ঘাটতি হবেনা বলে জানিয়েছেন তিনি।
advertisement
আরও পড়ুন: পুজো আসতেই রেকর্ড গড়ল কলকাতা মেট্রো! ২০২০-র জানুয়ারির পর আবার
এ নিয়ে কাকদ্বীপ মৎস্যজীবী ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানান পুজোয় ইলিশের চাহিদা অনুযায়ী যোগান দেওয়ার কথা চিন্তা করেই আগে থেকেই মাছগুলিকে সংরক্ষণ করে রাখা হচ্ছিল। বর্তমানে মাছ ভালো পরিমাণে এসেছে। তবুও মাছ কতটা দেওয়া যাবে সেটা চিন্তার বিষয়। তবুও মাছের ঘাটতি হবেনা বলে মনে করা হচ্ছে। মাছ এবার সুলভ মূল্যেই পাবেন সবাই।
নবাব মল্লিক