একটা প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠতে না উঠতে আবারো আর একটা প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় দিন গুনছে সুন্দরবনের নদীর মাতৃক এলাকার পরিবারগুলি। তারা ভয়ে এবং আতঙ্কে দিন গুনছে আবারো কখন আসবে সেই ঝড়। লন্ডভন্ড হয়ে যাবে তাদের সেই একটুখানি মাথা গোজার বাসস্থান। সেই আতঙ্কে তারা প্রহর গুনছে। আর তার মধ্যেই বাঙালির আরও একটা উৎসবের আমেজ সামনে দীপাবলি, আনন্দে মাতহারা দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন বাসী। আর তারই মাঝে আতঙ্কে সিঁদুরের মেঘ দেখছে সুন্দরবনের নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা। আবহাওয়া দপ্তরে পূর্বাভাস অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা। হতে পারে ঘূর্ণিঝড়। আর প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় সুন্দরবনে সিঁদুরের মেঘ দেখছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা।
advertisement
আরও পড়ুন - RIP Vaishali Thakkar: সব সময়েই হাসিখুশি, হঠাৎই নিলেন এত বড় সিদ্ধান্ত ,ছবিতে ফিরে দেখা সুন্দরী বৈশালীকে
আরও পড়ুন - Weather Update: হিমালয় সংলগ্ন এলাকায় তুষারপাত, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! আবহাওয়ার লেটেস্ট তুলকালাম আপডেট
আবারও নদী বাঁধ ভাঙ্গার আতঙ্কে দিন কাটছে তাদের।গত কয়েক বছরে প্রাকৃতিক দুর্যোগের কারণে নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে সুন্দরবনের বহু গ্রাম। নষ্ট হয়েছে চাষের জমি। ভেঙে পড়েছিল একের পর এক মাটির বাড়ি। আর আজও সেই আতঙ্ক পুরোপুরি ভাবে কাটিয়ে উঠতে পারিনি সুন্দরবনের বাসিন্দারা। সে আতঙ্ক দূর হতে না হতে আবার নতুন আতঙ্ক বাসা বেঁধেছে সুন্দরবনের মাঝে। সুন্দরবনের গোসোবা ,বাসন্তী , ক্যানিং , কুলতলী , মইপিঠ সহ সর্বত্র নদী বাঁধ ভাঙ্গার আতঙ্কে রয়েছে বাসিন্দারা। আবারো প্রাকৃতিক দুর্যোগে যদি নদী বাঁধ ভাঙ্গে ঘর ছাড়া হতে হবে। নষ্ট হবে মাঠের সোনালী ফসল।বাঁধ ভেঙে যদি চাষের জমিতে একবার নোনা জল ঢুকে যায় তাহলে কিন্তু চাষের জমি অনেকটাই ক্ষতি হয়ে যাবে যার কারণে কয়েকটা বছর চাষ নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা চাষীদের। আতঙ্ক যেন পিছু ছাড়ছে না সুন্দরবনবাসীর।
Suman Saha