RIP Vaishali Thakkar: সব সময়েই হাসিখুশি, হঠাৎই নিলেন এত বড় সিদ্ধান্ত ,ছবিতে ফিরে দেখা সুন্দরী বৈশালীকে

Last Updated:
বৈশালী ক্রিকেটও খুব পছন্দ করেন৷ তিনি বিভিন্ন সময়ে ভারতীয় ক্রিকেট দল প্লেয়ারদের সাপোর্ট করতে মাঠে পৌঁছে যেতেন৷
1/9
#মুম্বই:  করিনা কাপুরের বৈশালীকে খুবই পছন্দ করতেন৷ তাঁরা ছবিতে সেই দারুণ সম্পর্কের কেমিস্ট্রি তুলে ধরেছেন৷ বৈশালী করিনার বড় ফ্যান ছিলেন এবং সেটা মনেও করতেন তিনি৷ বৈশালী নিজের ফটো শেয়ার করে করিনাকে উইশও করেছিলেন৷ (Photo Courtesy- Twitter)
#মুম্বই:  করিনা কাপুরের বৈশালীকে খুবই পছন্দ করতেন৷ তাঁরা ছবিতে সেই দারুণ সম্পর্কের কেমিস্ট্রি তুলে ধরেছেন৷ বৈশালী করিনার বড় ফ্যান ছিলেন এবং সেটা মনেও করতেন তিনি৷ বৈশালী নিজের ফটো শেয়ার করে করিনাকে উইশও করেছিলেন৷ (Photo Courtesy- Twitter)
advertisement
2/9
 বৈশালী মাঝেমধ্যেই নিজের ফটো ইনস্টাগ্রাম ও ট্যুইটারে শেয়ার করেন৷ তিনি ভারতীয় পোশাক পরতেও অসম্ভব পছন্দ করেন৷ (Photo Courtesy- Twitter)
 বৈশালী মাঝেমধ্যেই নিজের ফটো ইনস্টাগ্রাম ও ট্যুইটারে শেয়ার করেন৷ তিনি ভারতীয় পোশাক পরতেও অসম্ভব পছন্দ করেন৷ (Photo Courtesy- Twitter)
advertisement
3/9
ধার্মিক জায়গায় বৈশালী ঠক্কর নিয়মিত যেতেন৷ তাঁর স্বর্ণ মন্দির ভ্রমণের ছবি দিয়ে থাকেন৷ (Photo Courtesy- Twitter)
ধার্মিক জায়গায় বৈশালী ঠক্কর নিয়মিত যেতেন৷ তাঁর স্বর্ণ মন্দির ভ্রমণের ছবি দিয়ে থাকেন৷ (Photo Courtesy- Twitter)
advertisement
4/9
বৈশালী ঠক্করের বাগানের শখও প্রবল৷  তিনি নিজের ঘরের প্রচুর গাছ লাগিয়েছেন৷ (Photo Courtesy- Twitter)
বৈশালী ঠক্করের বাগানের শখও প্রবল৷  তিনি নিজের ঘরের প্রচুর গাছ লাগিয়েছেন৷ (Photo Courtesy- Twitter)
advertisement
5/9
বৈশালী অনেক সময়েই শিশুদের সঙ্গে আনন্দ করতেন৷ তিনি নিজের অ্যাকাউন্টে দিওয়ালির ফটোও শেয়ার করেন৷ তিনি পথশিশুদেরও স্নেহ করতেন৷ (Photo Courtesy- Twitter)
বৈশালী অনেক সময়েই শিশুদের সঙ্গে আনন্দ করতেন৷ তিনি নিজের অ্যাকাউন্টে দিওয়ালির ফটোও শেয়ার করেন৷ তিনি পথশিশুদেরও স্নেহ করতেন৷ (Photo Courtesy- Twitter)
advertisement
6/9
বৈশালী স্টাইলিশ আন্দাজে ফ্যানদের সঙ্গেও সময় কাটাতেন৷ তিনি নিজের গ্ল্যামারাস ছবিও শেয়ার করতেন৷ (Photo Courtesy- Twitter)
বৈশালী স্টাইলিশ আন্দাজে ফ্যানদের সঙ্গেও সময় কাটাতেন৷ তিনি নিজের গ্ল্যামারাস ছবিও শেয়ার করতেন৷ (Photo Courtesy- Twitter)
advertisement
7/9
বৈশালীর ছবি মানেই অনেক সময়েই আলাদা৷ তিনি নিজের ফটো শেয়ার করতেই থাকেন৷ তাঁর ফ্যানরা তাঁর এই আন্দাজেই ফিদা৷  (Photo Courtesy- Twitter)
বৈশালীর ছবি মানেই অনেক সময়েই আলাদা৷ তিনি নিজের ফটো শেয়ার করতেই থাকেন৷ তাঁর ফ্যানরা তাঁর এই আন্দাজেই ফিদা৷  (Photo Courtesy- Twitter)
advertisement
8/9
বৈশালী ক্রিকেটও খুব পছন্দ করেন৷ তিনি বিভিন্ন সময়ে ভারতীয় ক্রিকেট দল প্লেয়ারদের সাপোর্ট করতে মাঠে পৌঁছে যেতেন৷ তিনি ভারতীয় দলকে জয়ের জন্য শুভেচ্ছাও জানাতেন৷ (Photo Courtesy- Twitter)
বৈশালী ক্রিকেটও খুব পছন্দ করেন৷ তিনি বিভিন্ন সময়ে ভারতীয় ক্রিকেট দল প্লেয়ারদের সাপোর্ট করতে মাঠে পৌঁছে যেতেন৷ তিনি ভারতীয় দলকে জয়ের জন্য শুভেচ্ছাও জানাতেন৷ (Photo Courtesy- Twitter)
advertisement
9/9
সবসময়েই হাসি মুখ রাখা বৈশালী কোনও বিষয়ে উদাস হয়ে গেলেন৷ তখন প্রশ্ন তুলতেন৷ তাঁর মৃত্যুতে ফ্যান এবং বন্ধুদের একেবারে মনের দিক থেকে নিরাশ করে দিয়েছে৷  (Photo Courtesy- Twitter)
সবসময়েই হাসি মুখ রাখা বৈশালী কোনও বিষয়ে উদাস হয়ে গেলেন৷ তখন প্রশ্ন তুলতেন৷ তাঁর মৃত্যুতে ফ্যান এবং বন্ধুদের একেবারে মনের দিক থেকে নিরাশ করে দিয়েছে৷  (Photo Courtesy- Twitter)
advertisement
advertisement
advertisement