তবে এতকিছুর মধ্যেও কুমিরের মধ্যে কোনো হেলদোল নেই। নদীতে নিশ্চিন্তে সাঁতার দিচ্ছেন তিনি। মাঝে মধ্যে নদী থেকে মাথা উঁচু করে মাছ শিকারও করছেন তিনি। সোমবার বিকালের পর প্রথম রায়দিঘী জেটিঘাটের কাছে কুমিরটিকে দেখেন স্থানীয়রা। মঙ্গলবার সকাল থেকে মণি নদীর বেশ কিছু অংশে কুমিরটির দেখা পাওয়া গিয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এদিকে নদীতে কুমির আসার খবর এলাকায় চাউর হতেই কুমির দেখতে স্থানীয়রা নদীর পাড়ে ভিড় করেন।
advertisement
আরও পড়ুন: 'পায়ে পড়ি বাঘ মামা, তুমি যে ঘরে কে তা জানত!' বেড়াতে গিয়ে বাঘের কবলে নুসরত-যশ! ভাইরাল
কুমিরের দর্শন পেতে তারা নদীর পাড়ে মোবাইল হাতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে থাকেন। প্রশাসনের পক্ষ থেকে এই খবর পাওয়ার পর কুমির নিয়ে সকলকে সতর্ক করা হয়েছে। মনে করা হচ্ছে কিছুদিনের মধ্যে কুমিরটি যেখান থেকে এসেছে সেখানেই ফিরে যাবে। এই ঘটনা নিয়ে স্থানীয় এক বাসিন্দা যোগবন্ধু গায়েন জানান নদীতে কুমির এসেছে শুনে কুমির দেখতে এসেছিলেন। মনি নদীতে সচারাচর কুমির দেখা যায়না।এই কুমিরটি নদীতে চলে আসায় স্বাভাবিকভাবে আতঙ্কে আছেন তাঁরা। এবার থেকে মাছ কাঁকড়া ধরতে গেলে নদীতে সাবধানে নামতে হবে।
নবাব মল্লিক