TRENDING:

South 24 Parganas News : মাছ ধরার নদীতে হঠাৎ ভাসছে কুমির! আতঙ্ক রায়দিঘীতে!

Last Updated:

South 24 Parganas News : রায়দিঘীতে নদীতে কীভাবে এলো কুমির? এই নদীতে কুমির এর আগে কখনই দেখা যায়নি। আতঙ্ক স্থানীয়দের মধ্যে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রায়দিঘী: রায়দিঘীতে নদীতে ভাসছে কুমির। কখনও ডুবছে, কখনও ভাসছে আবার কখনও সোজা লেজ নাড়িয়ে সাঁতার দিচ্ছে। আর এই ঘটনা প্রত‍্যক্ষ‍্য করতে নদীর পাড়ে ভিড় করেছেন শতাধিক স্থানীয় বাসিন্দা। কেউ আবার ছবিও তুলে রাখছেন মুঠোফোনে। এদিকে নদীতে এরকম হঠাৎ করে কুমির দেখা দেওয়ায় আতঙ্কে মৎস‍্যজীবীরা। রায়দিঘীর মণি নদীতে সচারচর কুমির দেখা যায় না। ফলে মৎস‍্যজীবীরা এই নদীতে নিরাপদে মাছ কাঁকড়া ধরেন। তাছাড়া এই নদী যাত্রী পারাপারের উদ‍্যেশ‍্যে ব‍্যবহারও করা হয়। হঠাৎ করে এভাবে নদীতে কুমির চলে আসায় আতঙ্কিত তারাও।
advertisement

তবে এতকিছুর মধ‍্যেও কুমিরের মধ‍্যে কোনো হেলদোল নেই। নদীতে নিশ্চিন্তে সাঁতার দিচ্ছেন তিনি। মাঝে মধ‍্যে নদী থেকে মাথা উঁচু করে মাছ শিকারও করছেন তিনি। সোমবার বিকালের পর প্রথম রায়দিঘী জেটিঘাটের কাছে কুমিরটিকে দেখেন স্থানীয়রা। মঙ্গলবার সকাল থেকে মণি নদীর বেশ কিছু অংশে কুমিরটির দেখা পাওয়া গিয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এদিকে নদীতে কুমির আসার খবর এলাকায় চাউর হতেই কুমির দেখতে স্থানীয়রা নদীর পাড়ে ভিড় করেন।

advertisement

আরও পড়ুন:  'পায়ে পড়ি বাঘ মামা, তুমি যে ঘরে কে তা জানত!' বেড়াতে গিয়ে বাঘের কবলে নুসরত-যশ! ভাইরাল

কুমিরের দর্শন পেতে তারা নদীর পাড়ে মোবাইল হাতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে থাকেন। প্রশাসনের পক্ষ থেকে এই খবর পাওয়ার পর কুমির নিয়ে সকলকে সতর্ক করা হয়েছে। মনে করা হচ্ছে কিছুদিনের মধ‍্যে কুমিরটি যেখান থেকে এসেছে সেখানেই ফিরে যাবে। এই ঘটনা নিয়ে স্থানীয় এক বাসিন্দা যোগবন্ধু গায়েন জানান নদীতে কুমির এসেছে শুনে কুমির দেখতে এসেছিলেন। মনি নদীতে সচারাচর কুমির দেখা যায়না।এই কুমিরটি নদীতে চলে আসায় স্বাভাবিকভাবে আতঙ্কে আছেন তাঁরা। এবার থেকে মাছ কাঁকড়া ধরতে গেলে নদীতে সাবধানে নামতে হবে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : মাছ ধরার নদীতে হঠাৎ ভাসছে কুমির! আতঙ্ক রায়দিঘীতে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল