দক্ষিণ ২৪ পরগনার সাগরের মুড়িগঙ্গা ২ পঞ্চায়েতের বামনখালি চাঁপাতলা এলাকার কংক্রিটের নদী বাঁধের প্রায় ১০০ মিটার অংশ পুরোপুরি ধস নেমে নদীর সঙ্গে মিশে গিয়েছে। নদীবাঁধের আরও ৫০০ মিটার অংশ আংশিক ক্ষতিগ্রস্ত। স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন জোয়ারের জল বাড়লে, যে কোন সময় সম্পূর্ণ নদীবাঁধ ভেঙে যেতে পারে। এই নদীবাঁধটি সেচ দফতরের অধীনে নির্মাণ করা হচ্ছিল। সেচ দফতরের কাজের ত্রুটির জন্য বাঁধে ধস নিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
advertisement
আরও পড়ুন - Alipurduar News: উত্তরের আমাজন বলে জানেন, সিকিয়াঝোরার নদীতে ভ্রমণ সঙ্গে আরও... অনেক কিছু
এই বাঁধে মাটি দেওয়ার জন্য বাঁধের পাশ থেকে মাটি কেটে নেওয়ার মত গুরুতর অভিযোগ ও তুলেছেন স্থানীয়রা। বাধটিকে ৬ মিটার উঁচু করতেই বাঁধের পাশ থেকেই জেসিবি দিয়ে কাটা হয় মাটি। আর যার জেরেই এই ঘটনা ঘটনা ঘটেছে বলে অনুমান স্থানীয়দের। অভিযোগ পাওয়ার পর মুড়িগঙ্গা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করে সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরাকে বিষয়টি জানান । বাঁধ নির্মাণের কাজে গাফিলতির জন্য এই দূর্ঘটনা ঘটেছে বলে স্বীকার করেন তিনি। দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হবে বলে জানিয়েছেন তিনি।
Nawab Ayatulla Mallick