ডায়মন্ড হারবার পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তমাল হালদারের বাবা সুকুমার হালদারের নাম আবাস যোজনার তালিকায় থাকায় জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ফলে অস্বস্তি বাড়ছে ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্বের। পেশায় চিকিৎসক তমালবাবুর বাবার নাম কীভাবে আবাস যোজনার তালিকায় উঠল, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।
বিরোধীদের দাবি, কেবলমাত্র ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাবার নাম নয়, ডায়মন্ড হারবার পুরসভার বিভিন্ন ওয়ার্ডে আবাস যোজনার তালিকায় দুর্নীতি হয়েছে। পাকা বাড়ির পাশাপাশি চাকরি করা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় নাম রয়েছে বহু তৃণমূল কাউন্সিলর ও নেতা- ঘনিষ্ঠের। অথচ বহু গরিব মানুষ, যাঁরা বাড়ি পাওয়ার যোগ্য তাঁদের আবাস যোজনার তালিকায় নাম নেই।
advertisement
যদিও অভিযোগ অস্বীকার করেছেন পুরসভার চেয়ারম্যান প্রণব দাস ও ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাস। তাঁদের দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রায় ১২০০ জনের নাম তালিকাভুক্ত হয়েছে। নামের তালিকা ধরে ধরে খতিয়ে দেখা হচ্ছে। সুকুমার হালদারের মত যদি আর কারও নাম তালিকাভুক্ত হয়ে থাকে, তা বাতিল করে দেওয়া হবে।
যদিও এই বিষয়ে মুখ খোলেননি তমাল হালদার ও তাঁর বাবা। স্থানীয় পিরিজপুরে কাউন্সিলরের ভাড়া বাড়ি ও ডায়মন্ড হারবার পুরসভায় গিয়েও তমালবাবুর কোন খোঁজ পাওয়া যায়নি।
নবাব মল্লিক