পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দিন পনেরো আগে বারুইপুর চাম্পাহাটি এলাকার বাসিন্দা তপন মিস্ত্রি ও তার স্ত্রী টুকাই মিস্ত্রি সহ এক শিশু নিয়ে ঘুরতে আসে ঘুটিয়ারি শরীফের পথের শেষ এলাকায় এক আত্মীয়র বাড়িতে। সেখানেই শিশুটিকে রবিবার শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে ঐ দম্পতির বিরুদ্ধে। তপন মিস্ত্রির সঙ্গে টুকাই মিস্ত্রির ফেসবুক থেকে আলাপ। তারপর দুজনেই বিয়ে করে। তবে এটা টুকাই মিস্ত্রির দ্বিতীয় বিয়ে। টুকাই মিস্ত্রির প্রথম বিয়ে করে সুন্দরবন কোস্টাল থানার ছোট মোল্লাখালি এলাকায়। সেখানে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় টুকাইয়ের।
advertisement
আরও পড়ুন: জেলে ভোর ভোর 'মহিষাসুরমর্দ্দিনী' শুনে অন্য খাবারের আবদার অনুব্রত মণ্ডলের!
আরও পড়ুন: হুমকি চিঠি নিয়ে বিচারকের কাছেই মুখ খুললেন অনুব্রত মণ্ডল, তোলপাড় পড়ল বাংলায়
এরপর টুকাই এক সন্তানসহ আবার দ্বিতীয় বিয়ে করে তপন মিস্ত্রির সঙ্গে। তপন মিস্ত্রি ও টুকাই মিস্ত্রির বিবাহিত জীবন মাত্র সাত মাসের। স্থানীয়দের অভিযোগ, শিশুটির উপর সৎ বাবা অত্যাচার করত। সেই শ্বাসরোধ করে খুন করেছে শিশুটিকে। এ বিষয়ে তা নিয়েও এক বাসিন্দা ছায়া মন্ডল তিনি জানান এই ঘটনার আমি তীব্র নিন্দা করি। আজকের দিনে দাঁড়িয়ে এরকম ঘটনা ঘটতে পারে বলে আমার মনে হয় না। তবে এই খুনের পিছনে ওর সৎ বাবা এবং মা পুরোপুরি ভাবে যুক্ত এই খুন ওরা দুজনে মিলেই করেছে ওদের শুধু শাস্তি নয়, ওদের ফাঁসি দেয়া উচিত বলে আমি মনে করি।
এলাকার মানুষের কাছে খবর পেয়ে পুলিশ শিশুটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ঘুটিয়ারিশরীফ ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে আসে। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
সুমন সাহা