আরও পড়ুন: লক্ষ্মীপুজোর আগে কলাগাছের চাহিদা তুঙ্গে! কারণ জানলে অবাক হবেন
তাপবিদ্যুৎ-এর উপর নির্ভরতা কমাতে এই অভিনব উদ্যোগ নিয়েছে মথুরাপুরের ঘোড়াদল হাইস্কুল। সেখানে স্কুলের ছাদে বসেছে ওয়ান গ্রিড পাওয়ার সিস্টেম। বিদ্যুৎ থাকা অবস্থায় এই সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়ে স্কুলের সমস্ত বিদ্যুতিক যন্ত্রপাতি সচল রাখবে। ফলে বিদ্যুতের ব্যবহার হবে না বললেই চলে।
advertisement
তাপ বিদ্যুৎ থাকাকালীন তার মাধ্যমে সোলার সিস্টেমের ব্যাটারি চার্জ হবে। পরে বিদ্যুৎ চলে গলে সেই ব্যাটারি দিয়ে চলবে স্কুলের পাখা-আলো। ফলে বিদ্যুৎ শুধুমাত্র ব্যাটারি চার্জের কাজে ব্যবহার হবে। এতে বিদ্যুৎ বিলও সাশ্রয় হবে। এছাড়াও পরিষেবা পাওয়া যাবে ২৪ ঘণ্টা। এই অত্যাধুনিক ওয়ান গ্রিড সিস্টেম চালু করে সুন্দরবনের বাকি স্কুলগুলিকে পথ দেখাচ্ছে মথুরাপুরের এই হাইস্কুল। এছাড়াও স্কুলে বসছে ফিঙ্গারপ্রিন্ট আ্যটেন্ডেস সিস্টেম। সিসিটিভি সার্ভিলেন্স। সব মিলিয়ে এই স্কুল আগামীদিনে অত্যাধুনিক স্কুল হয়ে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না।
নবাব মল্লিক