এর পিছনে সাইবার কাফে ও ছোটখাট কম্পিউটার দোকানিদের এক চক্র রয়েছে বলে অভিযোগ। বিধায়ক ডাঃ অলোক জলদাতা এ প্রসঙ্গে বলেন, ব্লক ও পুলিস প্রশাসনকে এই বিষয়ে তদন্ত করতে বলা হয়েছে। মথুরাপুর ২ নম্বর ব্লকের বিডিও নাজির হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: ভারতের ৭টি প্রধান সোনার খনি কোথায় আছে ? জেনে নিন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়
advertisement
সূত্রের খবর, মথুরাপুর ২ নম্বর ব্লকের রাধাকান্তপুর ও নন্দকুমারপুর অঞ্চলে সাইবার কাফে ও কম্পিউটারের দোকানে চলছে আধার কার্ডের প্রত্যয়িত কপিতে বয়স বাড়ানোর কাজ, অভিযোগ এমনটাই। লক্ষ্মীর ভাণ্ডার ও তফসিলি বন্ধু ভাতার ক্ষেত্রে ন্যূনতম বয়স হতে হবে যথাক্রমে ২৫ বছর ও ৬০ বছর। অথচ দেখা যাচ্ছে, বছর কুড়ির তরুণী কিংবা ৫০-৫৫ বছরের প্রৌঢ় দিব্যি পেয়ে যাচ্ছেন ওই ভাতা।
আরও পড়ুন: ২০ বছরে ৫ কোটি টাকা আয় ? কত টাকা বিনিয়োগ করতে হবে ? জানুন উপায়
ইতিমধ্যেই পঞ্চায়েত সমিতির এক কর্মাধ্যক্ষ এই বিষয়ে ব্লক প্রশাসনকে লিখিত অভিযোগ জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক মথুরাপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির এক পদাধিকারী বলেন, আধার কার্ডের প্রত্যয়িত কপিতে বয়স মুছে কম্পিউটারের সাহায্যে বাড়িয়ে নতুন করে লেখা হচ্ছে।
সুমন সাহা: