TRENDING:

South 24 Parganas News: আবারও নতুন করে ভাঙড়ে জারি হল ১৪৪ ধারা

Last Updated:

South 24 Parganas News: অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে উঠেছিল ভাঙড়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয়েছিল ১৪৪ ধারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভাঙড়: আবারও নতুন করে ভাঙড়ে জারি হল ১৪৪ ধারা। আজ থেকে ১৩ তারিখের মধ্যরাত পর্যন্ত এই ১৪৪ ধারা বলবৎ রয়েছে। বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে একটি নির্দেশ জারি করা হয়। প্রসঙ্গত পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। ভাঙড়ের একাধিক জায়গায় শাসকবিরোধী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা এলাকা।
 ভাঙড়ে জারি হল ১৪৪ ধারা 
 ভাঙড়ে জারি হল ১৪৪ ধারা 
advertisement

অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে উঠেছিল ভাঙড়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয়েছিল ১৪৪ ধারা। পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে আবারও নতুন করে এলাকায় যাতে না উত্তেজনা না ছাড়ায় সেই জন্য আগেভাগে ১৪৪ ধারা জারি করেছে পুলিশ। সকাল থেকেই এলাকায় টহল দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী। জমায়েত দেখলে সেখানে দ্রুততার সঙ্গে ছুটে যাচ্ছে পুলিশ এবং মুহুর্তের মধ্যে জমায়েত সরিয়ে দেওয়া হচ্ছে।

advertisement

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিল ভাঙড়ে বেশ কিছু থানা কলকাতা পুলিশের অধীনস্থ করার জন্য কিন্তু আনুষ্ঠানিকভাবে সেই প্রক্রিয়ায় এখনও পর্যন্ত সুসম্পন্ন হয়নি। ভাঙড়ে যাতে না নতুন করে অশান্তি না সেই জন্য আগে থেকেই পুলিশি নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে উতপ্ত উঠেছিল ভাঙড়।

advertisement

View More

তার জেরে মোট ছ’জনের মৃত্যু হয়েছিল। সেখানে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ কর্মীদের মৃত্যু হয়েছিল। যা নিয়ে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়। তারপর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশ হলেও সেখানে যাতে কোনও অশান্তি না হয় তার জন্যই জারি করা হয়েছিল ১৪৪ ধারা। ভাঙড়ে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এখন ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: আবারও নতুন করে ভাঙড়ে জারি হল ১৪৪ ধারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল