আরও পড়ুন: পথশ্রীর কল্যাণে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হওয়ার পথে দেউল পার্ক
দক্ষিণ ২৪ পরগনার কুলপির এক কমিউনিটি হলে স্বনির্ভর গোষ্ঠীর ৬০ জন মহিলা কলাগাছের থোর থেকে স্যানিটারি ন্যাপকিন তৈরির এই কাজ করছেন। এইভাবে তৈরি হওয়া ন্যাপকিনগুলিকে এরপর বিভিন্ন স্কুল ও কলেজে বিতরণ করা হবে।
advertisement
প্রশিক্ষক দেন দীপা বিশ্বাস ওই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের থোর থেকে স্যানিটারী ন্যাপকিন তৈরির প্রশিক্ষণ দেন। তিনি জানান, ন্যাপকিনগুলি জৈব ভঙ্গুর (বায়ো-ডিগ্রেবেল) হাওয়ায় তা সম্পূর্ণ নিরাপদ। কয়েকটি আ্যবজর্ভড পেপারের লেয়ার দিয়ে এই ন্যাপকিন তৈরি হচ্ছে। সেই পেপারগুলি তৈরি করা হয়েছে কলাগাছের থোড় দিয়ে। এই কাজের জন্য প্রয়োজনীয় আঠাটিও জৈব পদার্থ দিয়ে তৈরি। এরফলে মহিলারা প্লাস্টিক জাতীয় বস্তুর ক্ষতিকরাক প্রভাব থেকে রেহাই পাবেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কলা গাছের থোর দিয়ে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে তৈরি এই স্যানিটারি ন্যাপকিনের চাহিদা ধীরে ধীরে নানান জায়গায় বাড়ছে। ফলে আগামী দিনে আরও বহু মানুষ এই পদ্ধতিতে স্যানেটারি ন্যাপকিন তৈরি করতে এগিয়ে আসেন আসতে পারেন।
নবাব মল্লিক