TRENDING:

South 24 Parganas News: কলা গাছের থোর দিয়ে স্যানিটারি ন্যাপকিন তৈরি! চমকে দিল কুলপির স্বনির্ভর গোষ্ঠী

Last Updated:

কয়েকটি আ্যবজর্ভড পেপারের লেয়ার দিয়ে এই ন্যাপকিন তৈরি হচ্ছে। সেই পেপারগুলি তৈরি করা হয়েছে কলাগাছের থোড় দিয়ে। এই কাজের জন‍্য প্রয়োজনীয় আঠাটিও জৈব পদার্থ দিয়ে তৈরি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: কলাগাছের মোচা, থোর থেকে তৈরি হচ্ছে স্যানিটারি ন্যাপকিন! কুলপির স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এমনই চমকে দেওয়া কাণ্ড ঘটিয়ে বসেছেন। তাঁদের তৈরি এই স্যানিটারি ন্যাপকিন সম্পূর্ণভাবে জৈব উপাদান থেকে তৈরি হওয়ায় তা সবচেয়ে বেশি স্বাস্থ্যকর বলে মত দিয়েছেন চিকিৎসকরা।
advertisement

আরও পড়ুন: পথশ্রীর কল্যাণে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হওয়ার পথে দেউল পার্ক

দক্ষিণ ২৪ পরগনার কুলপির এক কমিউনিটি হলে স্বনির্ভর গোষ্ঠীর ৬০ জন মহিলা কলাগাছের থোর থেকে স্যানিটারি ন্যাপকিন তৈরির এই কাজ করছেন। এইভাবে তৈরি হ‌ওয়া ন‍্যাপকিনগুলিকে এরপর বিভিন্ন স্কুল ও কলেজে বিতরণ করা হবে।

advertisement

প্রশিক্ষক দেন দীপা বিশ্বাস ওই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের থোর থেকে স্যানিটারী ন্যাপকিন তৈরির প্রশিক্ষণ দেন। তিনি জানান, ন‍্যাপকিনগুলি জৈব ভঙ্গুর (বায়ো-ডিগ্রেবেল) হাওয়ায় তা সম্পূর্ণ নিরাপদ। কয়েকটি আ্যবজর্ভড পেপারের লেয়ার দিয়ে এই ন্যাপকিন তৈরি হচ্ছে। সেই পেপারগুলি তৈরি করা হয়েছে কলাগাছের থোড় দিয়ে। এই কাজের জন‍্য প্রয়োজনীয় আঠাটিও জৈব পদার্থ দিয়ে তৈরি। এরফলে মহিলারা প্লাস্টিক জাতীয় বস্তুর ক্ষতিকরাক প্রভাব থেকে রেহাই পাবেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কলা গাছের থোর দিয়ে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে তৈরি এই স্যানিটারি ন্যাপকিনের চাহিদা ধীরে ধীরে নানান জায়গায় বাড়ছে। ফলে আগামী দিনে আরও বহু মানুষ এই পদ্ধতিতে স্যানেটারি ন্যাপকিন তৈরি করতে এগিয়ে আসেন আসতে পারেন।

advertisement

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: কলা গাছের থোর দিয়ে স্যানিটারি ন্যাপকিন তৈরি! চমকে দিল কুলপির স্বনির্ভর গোষ্ঠী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল