TRENDING:

Sailor Rescued: জম্বু দ্বীপের কাছে আটকে থাকা জাহাজ থেকে নাবিকদের উদ্ধার

Last Updated:

Sailor Rescued:  জম্বু দ্বীপের কাছে আটকে থাকা জাহাজ থেকে নাবিকদের উদ্ধার করল সুন্দরবন পুলিশ জেলার পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তিদের নাম অমর দীপক(২৩), মনি নাগেশ্বর রাও(৩২)। উদ্ধার হওয়া ব্যক্তিদের টাগ মাস্টারদের মাধ্যমে ফেরত পাঠানো হচ্ছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নবাব মল্লিক, নামখানা: জম্বু দ্বীপের কাছে আটকে থাকা জাহাজ থেকে নাবিকদের উদ্ধার করল পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তিদের নাম অমর দীপক(২৩), মনি নাগেশ্বর রাও(৩২)। উদ্ধার হওয়া ব্যক্তিদের টাগ মাস্টারদের মাধ্যমে ফেরত পাঠানো হচ্ছে।
উদ্ধার হওয়া নাবিকরা 
উদ্ধার হওয়া নাবিকরা 
advertisement

সূত্রের খবর জে-২৩ নামের একটি নবনির্মিত জাহাজ চেন্নাই থেকে সমুদ্রপথে পাড়ি দিয়েছিল। পথে খারাপ আবহাওয়ার কারণে জাহাজের টোয়িং দড়িটি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জাহাজটি ভাসতে ভাসতে জম্বু দ্বীপের কাছে আটকে পড়ে।

ঘটনার খবর পেয়েই সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের একটি বিশেষ দল অদম্য সাহসিকতা ও বীরত্ব দেখিয়ে তারা ডুবন্ত জাহাজ থেকে সদস্যদের উদ্ধার করে এবং নাবিকদের নিরাপদে উপকূলে নিয়ে আসে।

advertisement

পরবর্তীতে তাদের টাগ মাস্টারের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া নাবিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। সুন্দরবন পুলিশ জেলার পুলিশের এই অদম্য প্রয়াসকে কুর্নিশ জানিয়েছেন নাবিকরা।

View More

উল্লেখ্য এর আগেও একাধিকবার এমন কাজ করেছে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ। এই কাজের জন্য উপকূলীয় এলাকার পুলিশকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষিত পুলিশকর্মীরাই এমন দুঃসাহসিক কাজ করে থাকেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Sailor Rescued: জম্বু দ্বীপের কাছে আটকে থাকা জাহাজ থেকে নাবিকদের উদ্ধার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল