সাগরে যাওয়ার দুটি প্রধান রাস্তা রয়েছে। একটি কাকদ্বীপের লট এইট থেকে কচুবেড়িয়া হয়ে সাগর। অপরটি নামখানা ঘাট থেকে বেনুবন হয়ে সাগর। এই দুটি রাস্তার মধ্যে অধিকাংশ পুণ্যার্থী কাকদ্বীপ হয়ে যাতায়াত করা বেশি পছন্দ করেন। এরপরও অনেক পুন্যার্থী, নামখানা ঘাট ব্যবহার করেন। সংখ্যাটা নেহাত কম নয়। কয়েক লক্ষ পুণ্যার্থী এই পথে সাগরে পৌঁছান। ফলে এই পয়েন্টটিও খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য শুক্রবার সুন্দরবন পুলিশ জেলার অন্তর্গত নামখানা থানার ওসি বিভাস সরকার নামখানা থানার সমস্ত পুলিশ ফোর্স এবং সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে গঙ্গাসাগর মেলার নামখানা পয়েন্ট পরিদর্শন করলেন।
advertisement
গঙ্গাসাগর মেলার নামখানা পয়েন্ট সংলগ্ন লঞ্চঘাট, বাস রুট সহ মেলা পয়েন্টের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখেন তাঁরা। নিরাপত্তা জনিত দিকটি খতিয়ে দেখে বিশদ একটি রিপোর্ট তৈরি করবেন। সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাগর মেলার আগে নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়াই এখন লক্ষ প্রশাসনের।
নবাব মল্লিক