কী নেই এই মেলায়? রয়েছে ছুরি, কাঁচি থেকে শুরু করে খেলনার দোকান। রয়েছে রকমারি খাবারের দোকান থেকে পুরানো জিনিসের দোকান, মেলায় একটু ঘুরলে মিলবে সবই।
তবে মেলার মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হল হাতের কাজের জিনিসপত্র। আসন, মাদুর, চাটাই, কুলো-সহ একাধিক জিনিসপত্র রয়েছে বিক্রির জন্য। এই সমস্ত জিনিসপত্রের দোকান সাজিয়েছেন সুদূর মেদিনীপুর থেকে আসা বিক্রেতারা। এই মেলায় এই জিনিসের চাহিদা রয়েছে প্রবল। সেজন্য মেদিনীপুর থেকে প্রতি বছর তারা আসেন বলে জানিয়েছেন বিক্রেতারা। আর সাধারণ মানুষজন প্রবল উৎসাহে এই সমস্ত জিনিসপত্র কিনছেন সেখানে। অনেকটা সময় জুড়ে এই মেলা চলায় খুবই খুশি তাঁরা।
advertisement
আরও পড়ুন : রাতের অন্ধকারে আম বাগানের গভীরে ছাউনির তলায় হচ্ছেটা কী? এগোতেই চক্ষু চড়কগাছ পুলিশের
এই মেলায় আসতে হলে আপনাকে আসতে হবে পাথরপ্রতিমার রামগঙ্গায়। নদীর পাড়ে বসা এই মেলা আপনাকে মুগ্ধ করবেই। তাহলে আর দেরি কীসের, মেলা শেষ হওয়ার আগে ঘুরে আসুন এই মেলা থেকে।