আরও পড়ুন: ‘ভোটের নামে কী হচ্ছে এসব! কমিশনার আছেন এখনও?’ ক্ষোভ প্রকাশ হাইকোর্টের
দক্ষিণ ২৪ পরগনার এই প্রান্তিক গ্রামের নদী বাঁধের উচ্চতা মাত্র ৪ ফুট। কিন্তু এখানে মাঝেমধ্যেই ৮ ফুট উচ্চতার ঢেউ ধেয়ে আসে পাড়ের দিকে। বঙ্গোপসাগর সন্নিকটে অবস্থিত হওয়ায় কোটালের সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। স্থানীয়দের দাবি, প্রতিবছর বাঁধ সংস্কার করা হয়, কিন্তু উচ্চতা বাড়ে না। আর তাতেই যত সমস্যা। যদিও এই বছর এখনও বাঁধের সংস্কার কাজ না হওয়ায় সিঁদুরে মেঘ দেখছেন গ্রামবাসীরা।
advertisement
এই পরিস্থিতিতে বর্ষার সময় ভরা কোটাল এলে বাঁধ ভেঙে যেতে পারে বলে পাথরপ্রতিমার ভরতপুর গ্রামের বাসিন্দাদের আশঙ্কা। সেক্ষেত্রে ভেসে যাবে চাষের জমি। গ্রামবাসীদের অভিযোগ, এই বাঁধের উচ্চতা বৃদ্ধির বিষয়ে তাঁরা বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। কিন্তু কোনরকম উদ্যোগ নেওয়া হয়নি। এই পরিস্থিতিতে প্রশাসন না পারলে তাঁরা বাঁধের উচ্চতা বৃদ্ধির চেষ্টা করবেন বলে জানান গ্রামবাসীরা। তবে এত বড় কাজ আদৌ প্রশাসনের সহায়তা ছাড়া হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে।
নবাব মল্লিক