এক সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও বেশ কিছুদিন এই বাড়িতই এসে থেকেছিলেন। ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাসের একটা বড় অংশ এই বাড়িতে বসে লেখা হয়েছিল বলে কথিত। এ বছর সাড়ম্বরে পালিত হচ্ছে ঐতিহাসিক রথযাত্রা।এই রথকে কেন্দ্র করেই রায়চৌধুরীদের রাস ময়দানে বসে বিরাট মেলা ।চলে একমাস ধরে । প্রচুর দোকানপাট ।
advertisement
কী নেই সেই মেলায়! বিক্রি হয় হরেক জিনিসপত্র । বিশেষ করে খাবারের মধ্যে জিলিপি ও বাদামের দোকান বসে লাইন দিয়ে। এছাড়া বিশেষ উল্লেখযোগ্য লোহার ও কাঠের তৈরি জিনিসপত্র ও গাছের দোকান । বারুইপুরের রায়চৌধুরী বাড়ির রথ দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী ও পুণ্যার্থীরা ছুটে আসেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 20, 2023 3:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Rathayatra 2023: রাস ময়দানে বসেছে রথের মেলা, সাড়ম্বরে পালিত হচ্ছে বারুইপুরে রায়চৌধুরী পরিবারের ৩৫০ বছরের রথযাত্রা উৎসব