আরও পড়ুনঃ ‘জাল’ নির্দেশনামা পেশ আদালতে, জামিনে মুক্ত খুনে সাজাপ্রাপ্ত বন্দি! তদন্তে সিআইডি
ক্রুজের মধ্যে রয়েছে শীততাপনিয়ন্ত্রিত দুটি কেবিন। সব মিলিয়ে দেড়শর বেশি যাত্রী আসন রয়েছে। যাওয়া এবং আসার জন্য আলাদা আলাদা করেও বুকিং করতে পারবেন পর্যটকরা। অনলাইনের পাশাপাশি অফলাইনেও টিকিট কাটার সুযোগ থাকছে। আপতত সপ্তাহে তিন দিন এই পরিষেবা চালু থাকবে।
advertisement
ডায়মন্ড হারবারের পোর্ট ট্রাস্টের জেটি থেকে হুগলি নদী ধরে ক্রুজটি যাবে সাগরদ্বীপের কচুবেড়িয়া ঘাটে। একই পথে আবার ফিরেও আসবে। পুজোর মুখে এই ক্রুজ পরিষেবা চালু হওয়ায় সাগরদ্বীপ যাত্রা যেন হাতের মুঠোয় চলে এসেছে।
এই ক্রুজ পরিষেবার দায়িত্বে থাকা ‘অসপ্রে ওয়াটার ওয়েস’ সংস্থার প্রশাসনিক আধিকারিক মোনালিসা ঘড়ুই বলেন, ‘এতদিন কলকাতা থেকে সাগরদ্বীপ পর্যন্ত এই ক্রুজ চালু হয়েছিল আগেই৷ এবার নতুন সংযোজন ডায়মন্ড হারবার। আশাকরছি এখান থেকে ভালোই যাত্রী পাওয়া যাবে। এই ক্রুজ ভ্রমণ পর্যটকদের কাছে নিঃসন্দেহে আলাদা অভিজ্ঞতা দেবে।’ এ নিয়ে পর্যটক দ্যুতি ভট্টাচার্য বলেন, ‘প্রথমবার গঙ্গাসাগর যাচ্ছি তাও আবার ক্রুজে। অনবদ্য অভিজ্ঞতা হলো। হুগলি নদীর দুধারের অপার সৌন্দর্য দেখতে দেখতে যাওয়া এবং ফেরা একেবারেই ভোলার নয়।’
নবাব মল্লিক