TRENDING:

South24Parganas News: কোন রুটে গেলে পুজো দেখা সহজ হবে? ‌সামনে এল গাইড ম্যাপ

Last Updated:

সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে প্রকাশ করা হল এবছরের পুজোর গাইড ম‍্যাপ। সেই সঙ্গে পুজোয় নিরপত্তার বিষয়টি পর্যালোচনা করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাকদ্বীপ: সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে প্রকাশ করা হল এবছরের পুজোর গাইড ম‍্যাপ। সেই সঙ্গে পুজোয় নিরপত্তার বিষয়টি পর্যালোচনা করা হয়েছে। উৎসবের দিনগুলিত সাধারণ মানুষজন যাতে নির্বিঘ্নে পালন করতে পারে সেজন‍্যই কাকদ্বীপে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে এই গাইড ম‍্যাপ প্রকাশ করা হয়েছে। পুজোর গাইড ম‍্যাপ প্রকাশের সঙ্গে মৎস‍্যজীবীদের পরিবারের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে।
সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে প্রকাশ করা হল পুজোর গাইড ম‍্যাপ
সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে প্রকাশ করা হল পুজোর গাইড ম‍্যাপ
advertisement

মূলত প্রাকৃতিক বিপর্যয়ে মৃত এবং নিখোঁজ মৎস‍্যজীবীদের পরিবারের পাশে দাঁড়াতে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ এই সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। এই গাইড ম‍্যাপ প্রকাশ নিয়ে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানান, সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে অত‍্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জায়গায় সিসিটিভি ইনস্টল করা হয়েছে। পুজোর সময় সন্দেহজনক গতিবিধি নজরে রাখতে এই সিসিটিভি গুলি ইনস্টল করা হয়েছে।

advertisement

আরও পড়ুন Murshidabad Durgapuja 2022: ৭৫ফুটের দুর্গা ঠাকুর! দেখতে লাইন পড়ছে প্রচুর

শারদ উৎসবের দিনগুলিতে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে সমগ্র সুন্দরবন৷ পুলিশ এ বিষয়ে জানায় যে, প্রচুর পুলিশ মোতায়েন করা হবে। এছাড়াও নিরাপত্তার দায়িত্বে থাকবে মহিলা পুলিশ, সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ পুলিশ সহ প্রচুর পুলিশ কর্মী। ভিড়ের মাঝে দুষ্কৃতীদের ধরতে মোতায়েন থাকবে সাদা পোশাকে পুলিশ। অন্যদিকে দুষ্কৃতীদের ধরতে স্কুটিতে করে কাকদ্বীপ শহরে টহল দেবে পুলিশের উইনার্স টিম। প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার্স মোতায়ন করা হবে।  পুজোর দিনগুলিতে সন্ধ্যের পর থেকে কাকদ্বীপ শহরে যান চলাচলে নিয়ন্ত্রণ করা হবে। বিশেষত ভ্যান, টোটো,গাড়ি, মেশিন ভ্যান, মোটরসাইকেল সহ ছোট গাড়ি চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা হবে। নো এন্ট্রি থাকবে রাস্তা।

advertisement

View More

আরও পড়ুন Durga Puja 2022: পেটের সঙ্গে ভরবে মন! ক্ষিদের সঙ্গে মিটবে তেষ্টাও, চলে আসুন দা আইরিশ ব্রুয়ারি

ভিড় কমলে তবেই গাড়ি চলাচলের ক্ষেত্রে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়া হবে। তবে এবছর যানচলাচলের বিধিনিষেধ কিছুটা হালকা করা হয়েছে বলে খবর। কাকদ্বীপের বেশ কয়েকটি প্রধান এলাকায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুসন্ধান কেন্দ্র তৈরি্ করা হবে। এই অনুসন্ধান কেন্দ্র গুলিতে থেকে দর্শনার্থীরা সব রকমের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন। মূলত এবছর দুর্গাপূজার দিনগুলিতে দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি হবে ধরে নিয়ে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South24Parganas News: কোন রুটে গেলে পুজো দেখা সহজ হবে? ‌সামনে এল গাইড ম্যাপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল