শিক্ষকের বিরুদ্ধে নাবালিকা ছাত্রীকে নিগ্রহের এই চাঞ্চল্যকর অভিযোগটি দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির। এখানকার কুমড়ো পাড়ায় বাড়ি ছাত্রীটির। বুধবার সন্ধেয় অন্যান্য দিনের মতই সে পড়তে গিয়েছিল জয়কৃষ্ণপুরের ভাগ্যধর হালদারের কাছে। ওই নাবালিকার পরিবারের অভিযো,গ তাদের মেয়ে যখন বাথরুমে যায় সেই সময় সেখানে আর কেউ ছিল না। সেই সুযোগেই মাত্র বছর দশকের ছাত্রীর যৌন নিগ্রহ করে ওই শিক্ষক। বাড়ি ফিরে বুধবার রাতেই অসুস্থ হয়ে পড়ে ওই। তার কী হয়েছে জিজ্ঞেস করলে সে তখন সবকিছু মা-বাবাকে খুলে বলে বলে পরিবারটি দাবি।
advertisement
আরও পড়ুন: 'কোনও দুর্নীতিতে যুক্ত নই', ED-র দফতরে দাঁড়িয়ে প্রতিক্রিয়া বনি সেনগুপ্তর
বৃহস্পতিবার সকালে ওই ছাত্রীর পরিবার রায়দিঘি থানায় অভিযুক্ত শিক্ষকের নামে লিখিত অভিযোগ দায়ের করে। এরপর পুলিশ দক্ষিণ জয়কৃষ্ণপুর থেকে শিক্ষক ভাগ্যধর হালদারকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার ডায়মন্ডহারবার মহকুমা আদালতে ঐ শিক্ষককে তোলা হবে। নাবালিকা ছাত্রীর যৌন নিগ্রহের অভিযোগে শিক্ষক গ্রেফতার হওয়ার ঘটনা জানাজানি হতেই রায়দিঘিতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।
নবাব মল্লিক