TRENDING:

South 24 Parganas News: খেলতে গিয়ে নিখোঁজ দুই পড়ুয়া, পুলিশি তৎপরতায় অবশেষে উদ্ধার

Last Updated:

South 24 Parganas News:  নিখোঁজ হয়ে যাওয়ার ৩৬ ঘন্টা পার হতে না হতেই, নিখোঁজ ছাত্রদের উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে ঢোলাহাটের রামচন্দ্রনগরে। মহরমের দিন ঢোলাহাটের ছাত্রাবাস থেকে নিখোঁজ হয়ে যায় ২ পড়ুয়া। এই ঘটনায় দ্রুত চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢোলাহাট: নিখোঁজ হওয়ার ৩৬ ঘন্টা পার হতে না হতেই, নিখোঁজ ছাত্রদের উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে ঢোলাহাটের রামচন্দ্রনগরে। মহরমের দিন ঢোলাহাটের ছাত্রাবাস থেকে নিখোঁজ হয়ে যায় ২ পড়ুয়া। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এরপরই নিখোঁজ ছাত্রদের খোঁজে এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ। তবুও ওই দুই ছাত্রের খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিখোঁজ ২ ছাত্র সিদ্দিকীয়া হিফজুল কোরানিয়া মাদ্রাসার ছাত্র।
নিখোঁজ পড়ুয়ারা
নিখোঁজ পড়ুয়ারা
advertisement

জানা যায় নিখোঁজ ২ ছাত্রের নাম সাইদুল ইসলাম মল্লিক ও আসাদুল শেখ। মহরমের দিন তারা খেলাধুলা করছিল ছাত্রাবাসের ক্যাম্পাসে। কিন্তু তারপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি তাদের। অগত্যা বাধ্য হয়ে ছাত্রাবাস কর্তৃপক্ষ থানায় দারস্থ হয়। পরে নিখোঁজ ছাত্রদের পরিবারকে বিষয়টি জানানো হয়। গ্রামেও তাদের কোনও খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ হয়ে যাওয়ার ২৪ ঘন্টা পরও কেন তাদের খোঁজ মিলছে না এ নিয়ে প্রশ্ন তোলেন ওই ছাত্রদের পরিবারের লোকজন।

advertisement

আরও পড়ুনঃ Knowledge Story: বিশ্বে এই দেশের কোনও অস্তিত্ব নেই, কিন্তু জিতেছে ৫টি বিশ্বকাপ

View More

পুলিশ এই ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণ করে। কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়। অবশেষে সন্তোষপুর থেকে তাদের উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ওই ছাত্রদের পরিবারের লোকজনের উপস্থিতিতে তাদেরকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে কীভাবে ওই ২ ছাত্র সন্তোষপুরে গেল, এই ঘটনার পিছনে কে বা কারা জড়িত তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: খেলতে গিয়ে নিখোঁজ দুই পড়ুয়া, পুলিশি তৎপরতায় অবশেষে উদ্ধার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল