জানা যায় নিখোঁজ ২ ছাত্রের নাম সাইদুল ইসলাম মল্লিক ও আসাদুল শেখ। মহরমের দিন তারা খেলাধুলা করছিল ছাত্রাবাসের ক্যাম্পাসে। কিন্তু তারপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি তাদের। অগত্যা বাধ্য হয়ে ছাত্রাবাস কর্তৃপক্ষ থানায় দারস্থ হয়। পরে নিখোঁজ ছাত্রদের পরিবারকে বিষয়টি জানানো হয়। গ্রামেও তাদের কোনও খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ হয়ে যাওয়ার ২৪ ঘন্টা পরও কেন তাদের খোঁজ মিলছে না এ নিয়ে প্রশ্ন তোলেন ওই ছাত্রদের পরিবারের লোকজন।
advertisement
আরও পড়ুনঃ Knowledge Story: বিশ্বে এই দেশের কোনও অস্তিত্ব নেই, কিন্তু জিতেছে ৫টি বিশ্বকাপ
পুলিশ এই ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণ করে। কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়। অবশেষে সন্তোষপুর থেকে তাদের উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ওই ছাত্রদের পরিবারের লোকজনের উপস্থিতিতে তাদেরকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে কীভাবে ওই ২ ছাত্র সন্তোষপুরে গেল, এই ঘটনার পিছনে কে বা কারা জড়িত তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
নবাব মল্লিক