আরও পড়ুন: ‘পিটিয়ে সিধে করব’, অনুব্রতর সুরে সুকান্তর বেনজির হুঁশিয়ারি! অভিষেক গড়ে শোরগোল
বারুইপুর পুলিশের কড়া নির্দেশ ছিল, দুর্গাপুজোতে বিসর্জনে কোনওরকম ডিজে বাজালে তা বাজেয়াপ্ত করার। এর জন্য বিভিন্ন পুজোকমিটির সঙ্গে বৈঠকও করেছিলেন পুলিশ কর্তারা। এবার কালীপুজোতেও পুজোকমিটির সঙ্গে বৈঠকে করে ডিজে বাজানো যাবে না বলে জানিয়ে দেওয়া হল। পুজোর মধ্যে বা বিসর্জনের সময় ডিজে বাজালে তা বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি রাস্তায় গাড়ি আটকে জোর করে চাঁদা আদায় করা চলবে না বলেও পরিষ্কার জানিয়ে দিয়েছে পুলিশ।
advertisement
বৈঠকে আরও বলা হয়, কালীপুজোয় যে সব মণ্ডপে বেশি দর্শনার্থীর সমাগম হয় সেই সব পুজো কমিটিকে মণ্ডপে সিসিটিভির ব্যবস্থা করতে হবে। প্রতি পুজো মণ্ডপে ডেঙ্গি বিষয়ে সচেতনতার জন্য প্রচার চালাতে হবে। দর্শনার্থীদের জন্য মণ্ডপে প্রবেশ ও প্রস্থানের পথ বড় করতে হবে। নিরাপত্তার জন্য পুজো কমিটিগুলিকে নিজস্ব স্বেচ্ছাসেবক রাখতে হবে।
সুমন সাহা