TRENDING:

South 24 Parganas News: কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সকে রাস্তা করে দিলেন, শুনলেন জল-বিদ্যুতের সমস্যা কথা...নব জোয়ারের শেষ পর্বেও ফর্মে অভিষেক

Last Updated:

তৃণমূলের 'সেকেন্ড ইন কম্যান্ড' তাঁর সঙ্গে থাকা গাড়িগুলো থামিয়ে অ্যাম্বুলেন্সটিকে রাস্তা করে দেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েতের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনের মতোই শেষ পর্বে এসে পৌঁছেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়োর যাত্রা। তৃণমূলের গড় দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হবে। সেই শেষের পথে এগোনোর সময়ও মানুষের পাশে থাকলেন অভিষেক। বৃহস্পতিবার জয়নগরে কনভয় থামিয়ে এলাকার মানুষের অভাব অভিযোগ শুনলেন।
advertisement

আরও পড়ুন: মনোনয়ন ঘিরে তুমুল উত্তপ্ত চোপড়া! গুলিবিদ্ধ ৩, মৃত্যু একজনের, ৬ দিনে পঞ্চায়েতে বলি ২

এদিন বারুইপুর থেকে কুলপি রোড ধরে জয়নগরের দিকে যাচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার যাত্রার কনভয়। বহরু ও ঢিবের হাটের মধ্যবর্তী এলাকায় স্থানীয় মানুষ অভিষেকের কনভয় থামানোর চেষ্টা করেন। যদিও তাতে এতটুকু বিরক্ত না হয়ে গাড়ি থামিয়ে নেমে আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁকে কাছে পেয়ে জল ও বিদ্যুতের সমস্যার কথা উগড়ে দেন স্থানীয়রা। এই গরমে জলের অভাব ও বিদ্যুৎ না থাকায় তাঁদের প্রচন্ড কষ্ট হচ্ছে বলে জানান অভিযোগকারীরা। মন দিয়ে প্রত্যেকের কথা শোনার পর অভিষেক আশ্বাস দেন, তিনি দেখবেন। এদিকে দিন অভিষেকের কনভয়ে ঢুকে পড়ে একটি অ্যাম্বুলেন্স। সূত্রের খবর, তৃণমূলের ‘সেকেন্ড ইন কম্যান্ড’ তাঁর সঙ্গে থাকা গাড়িগুলো থামিয়ে অ্যাম্বুলেন্সটিকে রাস্তা করে দেন।

advertisement

View More

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, জয়নগর-১ ব্লকের বাসিন্দারাই মূলত অভিষেকের কনভয় দেখে এগিয়ে এসে নিজেদের সমস্যার কথা বলেন। এই বিষয়ে পরে স্থানীয় বিধায়ক বিশ্বনাথ দাসের কাছে জানতে চান অভিষেক। এলাকাবাসীর সমস্যার কথা মেনে নিয়ে বিধায়ক বলেন, এই এলাকায় জল সরবরাহের জন্য ডোঙারিয়া জল প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু বিভিন্ন কারণে সেই প্রকল্প বাতিল হয়ে যায়। পরবর্তীকালে নতুন প্রকল্প তৈরি হয়েছে, কিন্তু এখনও কেন্দ্রীয় সরকারের অনুমোদন মেলেনি। আপাতত জলের গাড়ি পাঠিয়ে পরিস্থিতির সামলানোর চেষ্টা হচ্ছে বলে জানান। সেইসঙ্গে বিধায়কের সাফাই, প্রচণ্ড গরম পড়ায় এলাকায় জলের সমস্যা দেখা দিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কমবে চাষের খরচ, বৃদ্ধি পাবে চিনাবাদাম উৎপাদন! কৃষকদের দেওয়া হল বিশেষ প্রশিক্ষণ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সকে রাস্তা করে দিলেন, শুনলেন জল-বিদ্যুতের সমস্যা কথা...নব জোয়ারের শেষ পর্বেও ফর্মে অভিষেক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল