জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসতের বাসিন্দা। একমাত্র সন্তানের জন্মের পর থেকে জন্মের শংসাপত্রে কোনও পদবী না রাখার সিদ্ধান্ত নেন তাঁরা। পদবী ছাড়াই অক্ষরের জন্মের শংসাপত্র দেয় স্থানীয় পঞ্চায়েত।
তাঁদের পরিকল্পনা ছিল আগে থেকেই। ছেলে হোক বা মেয়ে, সন্তানকে ধর্মের বেড়াজালের বাইরে রাখার পরিকল্পনা করেন তাঁরা। খাতায় কলমে পদবী ছাড়াই বেড়ে উঠছে অক্ষর।
advertisement
আরও পড়ুন: দ্রুত গতিতে চার চাকা গাড়ি এগিয়ে এল টোটোর দিকে! মর্মান্তিক পরিণতি টোটো চালকের
এ বিষয় অক্ষরের বাবা মুদাসসর বলেন, “পদবী তো ধর্মের বাহক। আর এই পদবী দেখেই ভাগ করা হয় আমাদের জাত। আমি এবং আমার স্ত্রী চাই আমাদের সন্তান এই ভেদাভেদের মধ্যে বেড়ে না ওঠে। তাই নামের সঙ্গে পদবী জুড়ে দিতে চাইনি। আমাদের পরিবার একান্নবর্তী। মানবতাকে একমাত্র ধর্ম বলে মনে করি আমরা সবাই। ছেলেকে সেভাবেই বড় করে তোলার চেষ্টা করছি। পাশাপাশি আমাদের পরিবারে বরাবরই মানবতা চর্চা হয়। এভাবেই ছেলেকে বড় করে তুলব।
সুমন সাহা