পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এটা মুলত তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফল। গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডল ও ব্লক তৃণমূলের নেতা তথা জেলা পরিষদের সদস্য অনিমেষ মন্ডলের মধ্যে বিবাদ রয়েছে। সেই বিবাদের কথা মাথায় রেখেই দল এবার গোসাবা বিধানসভা এলাকায় পঞ্চায়েত ভোটে দুই গোষ্ঠীর মধ্যে টিকিট বণ্টন করেছে।
আরও পড়ুন ঃ ১৪ বছরের জীবন্ত লাশ! ২০০৯-এর প্রাথমিক চাকরিপ্রার্থীদের জ্যান্ত মৃতদেহ নিয়ে বিক্ষোভ
advertisement
সেই অনুযায়ী অনিমেষদের টিকিটে পঞ্চায়েত সমিতির আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পেয়েছেন রানু। কিন্তু ভোটের পর অনিমেষ না সুব্রত কার লোকজন পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করবে তা নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। এই পরিস্থিতিতে নিজের প্রার্থীদের ধরে রাখার পাশাপাশি অন্য শিবিরের প্রার্থীদের ভাঙানোর কাজ চলছে।
গোসাবা ব্লক তৃণমূল সূত্রের খবর আগামী ১১ই আগস্ট গোসাবা পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হবে। কিন্তু গোসাবা পঞ্চায়েত সমিতির বোর্ড কারা গঠন করবে সেই নিয়ে তৃণমূলের দুই পক্ষের মধ্যে প্রার্থী নিজেদের কাছে তুলে নিয়ে রাখার লড়াই চলছে। বর্তমান গোসাবা পঞ্চায়েত সমিতির ৪২ টি আসনের মধ্যে প্রায় সমানে সমানে জয়ী প্রার্থীরা দুই গোষ্ঠীর অনুকূলে রয়েছে। ফলে নিজেদের দিকে আরও বেশি সংখ্যক জয়ী প্রার্থীদেরকে টেনে পঞ্চায়েত সমিতির দখল নিজেদের হাতে রাখতে চাইছে দুই পক্ষই।
সুমন সাহা