সোনারপুর ঘটকপুকুর রোডে চাকবেড়িয়া মো়ড়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধে সামিল হয়েছেন বাম সমর্থকরা ৷ তাদের অভিযোগ কালিকাপুর ১ ও কালিকাপুর ২ গ্রাম পঞ্চায়েতে অধিকাংশ আসনে সিপিএম প্রার্থীরা এগিয়ে ছিলেন ৷ হেরে যাচ্ছেন বুঝেই এইসব আসনগুলিতে পুননির্বাচনের দাবি তোলে তৄণমুল ৷ তারপর আচমকা এইসব আসনের ব্যালট লুঠ করে এবং সিপিএম প্রার্থী ও এজেন্টদের গণনা কেন্দ্র থেকে মেরে বের করে দেওয়া হয় ৷
advertisement
আরও পড়ুন: ফেস-ওয়াশের মতোই ব্যবহার করা যায় টুথপেস্ট! রাতারাতি ফর্সা, দাগ-হীন ত্বক! জানুন এই পদ্ধতি!
আরও পড়ুন:
ঘটনার প্রতিবাদে আইনজীবি সিপিআইএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়ের নেতৄত্বে রাস্তা অবরোধে সামিল হন বাম কর্মীরা। সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গণতন্ত্রেকে হত্যা করছে প্রশাসন তা নিজের চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমরা । গণনা কেন্দ্রের মধ্যে অবাধে চলছে ভোট লুট। সকল জায়গায় তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছে, সিপিআইএম যে সকল জায়গায় জিতে গিয়েছে, সেখানেও সিপিআইএমের জেতা প্রার্থীদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে না৷ সোনারপুরে বিডিও নেতৃত্বে অবাধে গণনা কেন্দ্রের মধ্যে চলছে ভোট লুট । গণনা কেন্দ্রের মধ্যে থেকে সিপিএমের এজেন্টদের মেরে ধরে বার করে দেওয়া হচ্ছে দেখেও কেন্দ্রীয় বাহিনী নিশ্চুপ রাজ্য পুলিশ নিশ্চুপ। কি হচ্ছে গোটা রাজ্য জুড়ে। এই পঞ্চায়েত নির্বাচন মানুষ মানে না। আদালতে পিটিশন ফাইল করে যতদূর যেতে হয় আমরা যাব’।
সুমন সাহা