আরও পড়ুন: বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি ইংরেজবাজারে, বাড়ি ছেড়ে খোলা জায়গায় আশ্রয়
অর্থকারী গাছের চারা রোপণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুর-২ ব্লকের সহ-কৃষি অধিকর্তা শ্রী অভিষেক নস্কর, সহ-কৃষি সম্প্রসারণ অধিকারিক শ্রী রাজু রায়। হাজির ছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সাউথ সার্কেল ম্যানেজার ও অন্যান্য আধিকারিকগণ।
advertisement
নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ জয়কৃষ্ণপুর অঞ্চলকে বাছা হয় এই কর্মসূচির জন্য। জয়কৃষ্ণপুর অঞ্চলের বিভিন্ন রাস্তায় শাল, সেগুন, মেহগনি বিভিন্ন বৃক্ষরাজির সমারহে সুসজ্জিত করার যে কর্ম প্রয়াস, তাকে ভীষণভাবে সাধুবাদ জানিয়েছে গ্রামের সাধারণ মানুষ। এই নিয়ে সহ কৃষি-অধিকর্তাকে প্রশ্ন করলে তিনি বলেন, ধরিত্রীকে সবুজ দিয়ে মুড়ে ফেলার এটা আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস বা প্রচেষ্টা আগামী প্রজন্মের জন্য। এই কর্মসূচির নাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও কৃষি দফতরের পক্ষ থেকে যৌথভাবে দেওয়া হয়েছে ‘পলাশ’।
নবাব মল্লিক