TRENDING:

Jaynagarer Moa|| দারুন খবর! জয়নগরের মোয়া এ বার মিলবে অনলাইনেও! কীভাবে জেনে নিন

Last Updated:

Now you can get Jaynagar Moya through online: শুধু জামা কাপড়, প্রসাধন সামগ্রী, ইলেকট্রনিক্স গুডস-সহ দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রের পাশাপাশি এ বার অনলাইনে মিলবে জয়নগরের মোয়া। প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে অর্ডার দিলেই আটচল্লিশ ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছবে জয়নগরের মোয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জয়নগর: শুধু জামা কাপড়,প্রসাধন সামগ্রী, ইলেকট্রনিক্স গুডস-সহ দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রের পাশাপাশি এবার অনলাইনে মিলবে জয়নগরের মোয়া। প্লে-স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে অর্ডার দিলেই আটচল্লিশ ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছবে জয়নগরের মোয়া।অনলাইনের মাধ্যমে জয়নগরের মোয়া এ বার জেলা, রাজ্য, দেশ পেরিয়ে পৌঁছবে বিদেশের মাটিতে।
advertisement

এতদিন ভোজন রসিক মানুষদের শীতের মরসুমে আসল সুস্বাদু মোয়ার জন্য আসতে হত জয়নগরে। এ বার বাড়িতে বসেই অনলাইনে বুক করলে ৪৮ ঘন্টার মধ্যে মিলবে জয়নগরের মোয়া দাবি বিশিষ্ট মোয়া ব্যবসায়ী রাজেশ দাসের। তিনি জানান, www.joynagar.com অথবা প্লে স্টোরে গিয়ে জয়নগরের মোয়া অ্যাপস ডাউনলোড করে অর্ডার দিলেই ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের যে কোন প্রান্তে পৌঁছে যাবে তাদের তৈরি মোয়া। যে মোয়ার গুণগত মান এবং স্বাদের কোন পরিবর্তন হবে না।

advertisement

আরও পড়ুনঃ চায়ের কাপে ছড়িয়ে পাঁপড়ি! গোলাপের গন্ধ মাখা চায়ে মেতেছে যুব সম্প্রদায়

অনলাইনে এভাবে মোয়া, রাজ্য তথা সারাদেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাকে সাধুবাদ জানান এলাকার মানুষ, তারা জানান এই অভিনব পদ্ধতিতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ বাড়িতে বসে জয়নগরের মোয়ার গুণগত মান এবং স্বাদ পাবেন। আমরা দেখেছি অনলাইনে সমস্ত কিছু যা নিত্য প্রয়োজনীয় থেকে সব ধরনের সব রকমের খাবার জামাকাপড় পাওয়া যায়।

advertisement

View More

এ বার থেকে জয়নগরের মোয়া অনলাইনে পাওয়া যাবে শুনে খুব ভাল লাগছে। এটা আরো বেশ কিছুদিন আগে হলে হয়তো জয়নগরের মোয়ার নাম আরো অনেকটাই উজ্জ্বল হত। তবে এই পরিষেবা চালু হওয়াতে আমরা জয়নগরের নাগরিক হিসেবে নিজেদেরকে গর্ব অনুভব করছি। এবং এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি।

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Jaynagarer Moa|| দারুন খবর! জয়নগরের মোয়া এ বার মিলবে অনলাইনেও! কীভাবে জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল