TRENDING:

South 24 Parganas News: বাড়ির গোপন খাঁচা থেকে উদ্ধার জাতীয় পাখি! বাকিটা দেখুন

Last Updated:

ইমারতী দ্রব্যের ব্যবসায়ীর বাড়ির গোপন খাঁচা থেকে উদ্ধার হল ময়ূর ও বাজপাখি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: বাড়ির লুকনো লোহার খাঁচা থেকে উদ্ধার হল ময়ূর ও বাজপাখি। পলাতক বাড়ির মালিক। দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানা এলাকার ঘটনা। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বকুলতলা থানার পুলিশ জয়নগর-২ ব্লকের বাইশহাটা গ্রাম পঞ্চায়েতের পাতপুকুর এলাকার জিয়াউল হক খানের বাড়িতে হানা দেয়। সেখান থেকেই এই ময়ূর ও বাজপাখি উদ্ধার হয়েছে।
advertisement

আরও পড়ুন: দৃশ্য দূষণ ঠেকাতে বিরাট উদ্যোগ বালুরঘাট পুরসভার, কী হল দেখুন

পুলিশ দেখেই অন্ধকারের সুযোগে পালিয়ে যায় বাড়ির মালিক জিয়াউল হক খান। যদিও পুলিশ তাদের আসল কাজ ঠিক করেছে। বাড়ির দোতলার একটি ঘরে ঢুকে চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশ কর্মীদের। লুকনো একটি লোহার খাঁচার মধ্যে আটকে রাখা ছিল ময়ূর ও বাজপাখি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন দফতরকে। এরপর সেই লোহার খাঁচা থেকে ময়ূর ও বাজপাখিকে উদ্ধার করে বকুলতলা থানায় নিয়ে আসে পুলিশ।

advertisement

View More

বন দফতরের আধিকারিকরা থানায় এলে তাঁদের হাতে তুলে দেওয়া হয় ওই ময়ূর ও বাজপাখিকে। পাশাপাশি জিয়াউল হক খানের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কী উদ্দেশ্যে সে ময়ূর ও বাজপাখি বাড়ির মধ্যে খাঁচা বন্দি করে রেখেছিল তার খোঁজ চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে পেশায় ইমারতি দ্রব্যের ব্যবসায়ী জিয়াউল। আর সেখান থেকেই প্রশ্ন উঠছে, তবে কি ইমারতী দ্রব্যের ব্যবসার আড়ালে কোনও পাচার চক্রের সঙ্গে জড়িত ছিল ওই ব্যক্তি? সব উত্তর জানা যাবে জিয়াউল হক খান ধরা পড়লেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর পর দূষণ ঠেকাতে পৌরসভা তৎপর, দেওয়া হয়েছে বড়সড় সরকারি নির্দেশ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বাড়ির গোপন খাঁচা থেকে উদ্ধার জাতীয় পাখি! বাকিটা দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল