আরও পড়ুন Birbhum News : রান্নাঘরে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুন! বাড়িতে হুলুস্থুল
সোনারপুরের একটি বেসরকারি হাসপাতালে সোমবার মারা যান তরুনী। হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের। বিষয়টি নিয়ে কিছু বলতে চাইনি হাসপাতাল কর্তৃপক্ষ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর মজিলপুরের বাসিন্দা মৌমিতা ভট্টাচার্যর ২৪শে সেপ্টেম্বর ডেঙ্গি ধরা পড়ে। তাকে সোনারপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের পরিষেবা ও চিকিৎসা যথাযথ ছিল না বলে অভিযোগ পরিবারের।
advertisement
বছরখানেক আগেই বিয়ে হয়েছিল মৌমিতার। পুজোর আগে মৌমিতার হঠাৎ প্রয়াণে শোকস্তব্ধ তার পরিবার ও পরিজন।তবে এ বিষয়ে মৌমিতার স্বামী সুমিত ভট্টাচার্য জানান যে হঠাৎ জ্বর আসে তার স্ত্রীর। তারপর আমরা ডাক্তারের কাছে যাই । ডাক্তার আমাদেরকে রিপোর্ট করতে বলে এবং রিপোর্টে ডেঙ্গি ধরা পড়ে । তারপরে আমরা সোনারপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করি । তারপর ওখানেই মারা যায় মৌমিতা। ওই গৃহবধূর মৃত্যুর পরই আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষ। এলাকার ড্রেন এবং জমে থাকা জলের ডোবা দেখিয়ে তারা জানায় একাধিকবার পৌরসভা কে জানিয়ে ও আবর্জনা মুক্ত হয়নি তাদের এলাকা। গৃহবধূর মৃত্যু ঘটনা দুঃখজনক জানিয়ে ভাইস চেয়ারম্যান রথীন মণ্ডল বলেন মাত্র ৬ মাস হয়েছে তারা দায়িত্ব পেয়েছেন। আগের পৌরসভার এই ওয়ার্ডের কাউন্সিলর জল নিকাশি ব্যবস্থায় গুরুত্ব না দেওয়ায় যত্রতত্র জল জমে ডোবা এবং ড্রেনে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এর বিহিত করব।
সুমন সাহা