দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপের ৬৪ নম্বর এলাকার বাসিন্দা ওই দুই ব্যক্তি দীর্ঘ একমাস আগে করমণ্ডল এক্সপ্রেসে কাজের সূত্রে বেরিয়েছিলেন। ১১ জন পাড়ি দিয়েছিলেন ভিন রাজ্যে। ১১ জনের মধ্যে আগেই পৌঁছেছে পাঁচজনের মৃতদেহ। অবশেষে বহু খোঁজাখুঁজির পর আজ কাকদ্বীপ পুলিশের মর্গে এসে পৌঁছয় ৬৪ নম্বর এলাকার দুই ব্যক্তির দেহ।
আরও পড়ুনঃ অভিনব চুলের স্টাইল, ভোট প্রচারে ঝড় তুলছেন শিলিগুড়ির যুবক
advertisement
মৃতেরা হলেন আব্দুল মাজিক শেখ (৪৫) এবং গিয়াস উদ্দিন শেখ (৩২)। তবে এলাকাবাসীরা জানিয়েছেন, ওই রেল দুর্ঘটনায় ৬৪ নম্বর এলাকার এখনও চার জনের হদিস পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকাবাসীদের খুব শীঘ্রই মৃতদেহ শনাক্তকরণ করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে। বিগত এক মাস কাটিয়ে এই দু’জনের মৃতদেহ পুলিশ মর্গে পৌঁছনোর কথা শুনে শোকাহত দুই পরিবারের সদস্যরা।
পরিবারের একমাত্র রোজগারে ছিল তারাই। সংসার হাল ফেরানোর জন্য এই রাজ্য থেকে ভিন রাজ্যে ঠিকা শ্রমিকের কাজ করতে যেত এই দু’জন। ভিন রাজ্যে কাজের উদ্দেশে পাড়ি দিয়েছিল তারা কিন্তু আর বাড়ি ফেলা হলো না। বাড়িতে পৌঁছল নিথর দেহ। কার্যত ও পরিবারের একমাত্র রোজগারেদের হারিয়ে শোকাহত পরিবার।
সুমন সাহা