আরও পড়ুন: যন্ত্রণার নাম টোটো, পুজোর মুখে যানজটে নাজেহাল শহরবাসী
শুক্রবার রাত থেকেই দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় নিম্নচাপের কারণে শুরু হয়েছে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত। যা মঙ্গলবারও অব্যহত আছে। এই টানা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকার বিভিন্ন এলাকা। জয়নগরের হরিননারায়ণপুর এলাকার জলছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। কোনটা রাস্তা আর কোনটা জলাশয় তা বোঝার কোনও উপায় নেই। কার্যত গোটা হরিনারায়ণপুর এলাকা জলের তলায় চলে গিয়েছে। বেশিরভাগ বাড়ির ভেতর জল ঢুকে পড়েছে। এই ঘটনায় বিপর্যস্ত জনজীবন। বাড়ির মধ্যে জল ঢুকতে থাকায় আতঙ্কিত গ্রামবাসীরা।
advertisement
বাসন্তী নস্কর নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, বেশ কয়েকদিনের টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে গিয়েছে এই এলাকা। বারবার প্রশাসনকে জানিয়েও কোনরকম সুরাহা হয়নি। বেহাল নিকাশি ব্যবস্থার কারণেই এই দুর্ভোগ বলে তিনি মন্তব্য করেন। এই বিষয়ে হরিনারায়ণপুর পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ মানস মণ্ডল বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। খুব শীঘ্রই এই সমস্যার সমাধান করা হবে। অতিরিক্ত বৃষ্টির কারণে এমন পরিস্থিতি দেখা দিয়েছে বলে তিনি জানান।
সুমন সাহা