Murshidabad News: যন্ত্রণার নাম টোটো, পুজোর মুখে যানজটে নাজেহাল শহরবাসী

Last Updated:

রাস্তা-ঘাটজুড়ে শুধু টোটো আর টোটো। টোটো চালকদের বেপরোয়া মনোভাবের জেরে যানজট বাড়ছে কান্দি শহরে। দুর্গাপুজোর মুখে সমস্যায় সাধারণ মানুষ

+
title=

মুর্শিদাবাদ: পুজোর মুখে টোটোর দৌরাত্ম্যে নাজেহাল শহরবাসী। দুর্গাপুজোর আগে কান্দি শহরে টোটো চলাচলের মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে সাধারণ মানুষের হেঁটে চলাফেরা দায় হয়ে দাঁড়িয়েছে। ট্রাফিক আইন ভেঙে ইচ্ছেমত চলাচল করছে টোটো। ইচ্ছেমত টার্ন নিয়ে নিচ্ছে টোটো চালকরা, ফলে বিপদে পড়ছেন অন্যান্য গাড়িচালকরা। ফলে রাস্তায় সবসময় যানজট সৃষ্টি হচ্ছে।
কান্দি শহরবাসীর অভিযোগ, প্রয়োজনের তুলনায় টোটোর সংখ্যা অনেক বেশি। আর তাই সামান্য পথ অতিক্রম করতে অনেক সময় লাগছে। এতে ভিড় রাস্তায় চলতে গিয়ে দুর্ঘটনাও ঘটছে। সমস্ত পথজুড়ে দাঁড়িয়ে থাকছে টোটো, তাদের জায়গা দিতে বললেও কথা শোনে না।
advertisement
advertisement
এই পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন সচেষ্ট হলেও টোটো চালকদের অসহযোগী মনোভাবের কারণে সমস্যা বাড়ছে বলে মনে করছে শহরবাসী। এই পরিস্থিতি চলতে থাকলে দুর্গাপুজোর সময় সমস্যা আরও বাড়বে বলে আশঙ্কা। যদিও টোটো ইউনিয়নের দাবি, গ্রামীণ এলাকা থেকে অবৈধভাবে শহরে টোটো চলে আসার কারণেই এই অসুবিধা হতে হচ্ছে। শহরে ১৬০০ বৈধ টোটো চলাচল করে। কিন্তু গ্রামের টোটো এসে পড়ায় সংখ্যা বেড়ে গিয়ে নিত্য যানজট দেখা দিচ্ছে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: যন্ত্রণার নাম টোটো, পুজোর মুখে যানজটে নাজেহাল শহরবাসী
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement