তবে এবছর রাতে এই স্নানযোগ থাকায় প্রশাসনের পক্ষ থেকে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছিল। বারবার মাইকে ঘোষণা করা হচ্ছিল সতর্কবার্তা। বিশেষ করে ২ নং ঘাটটি বিপজ্জনক হওয়ায় সেখানে আসা পুণ্যার্থীদের অন্য ঘাটে স্নান করার পরামর্শ দেওয়া হয়েছিল।
আরও পড়ুন South 24Parganas News: গঙ্গাসাগরে হাজির দুই মস্ত বড় বাঘমামা!
এরসঙ্গে এই ঘাটে যাতে কোনও পুণ্যার্থী না নামতে পারে সেই দিকটি নিশ্চিত করা হয় প্রশাসনের পক্ষ থেকে। এরফলে অন্যান্য ঘাটগুলিতে পূণ্যার্থীদের ভিড় আছড়ে পড়ে। অন্যান্য ঘাটগুলিতে পর্যাপ্ত আলো এবং সিভিল ডিফেন্সের কর্মীরা মোতায়েন ছিল।
advertisement
রাত ১২ টার পর থেকেই জোয়ারের জল বাড়তে শুরু করে। সেসময় এই লক্ষ লক্ষ পূণ্যার্থীর ভিড় নিয়ন্ত্রণ করাটাই চ্যালেঞ্জ ছিল প্রশাসনের কাছে। তবে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি ছড়াই সুষ্ঠভাবে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পেরেছে প্রশাসন, সেজন্য খুশি পুণ্যার্থীরাও।
আরও পড়ুন Hooghly News: হুগলিতে বন্দেভারতে ছোঁড়া হল পাথর, জানলার কাঁচ চূড়মার
এবছর মেলার ভিড় প্রায় ৫০ লক্ষ ছাড়িয়েছে। এই ভিড় আরও বাড়তে পারে। এই বিপুল সংখ্যক মানুষ সশরীরে সাগরে এসেছেন। এছাড়াও প্রায় ৬০ লাখ মানুষ ই-স্নান করেছেন। করোনা পরবর্তী পরিস্থিতিতে এই মেলা প্রকৃত অর্থেই মহা মিলনমেলা হয়ে উঠেছে এবার।
নবাব মল্লিক