শুক্রবার বারুইপুর পুলিশ জেলার বিশেষ প্রশিক্ষকেরা জয়নগর থানার পুলিশ কর্মীদের প্রশিক্ষন দেন। এই শিবিরে উপস্থিত ছিলেন জয়নগর থানার আইসি রাকেশ চ্যাটার্জি। পঞ্চায়েত নির্বাচনের সময় কোথাও কোনও গন্ডগোল হলে কীভাবে রাইফেল, বন্দুক, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র চালিয়ে শত্রু পক্ষকে কাহিল করতে হবে সেই বিষয়টি হাতে-কলমে শেখানো হয়। এছাড়াও কাঁদানে গ্যাস কী ভাবে ব্যবহার করতে হবে তাও দেখানো হয়। এর ফলে ফাঁকা মাঠে শুটিং প্র্যাকটিসের জন্য বন্দুক থেকে গুলি ছোড়েন পুলিশকর্মীরা। যা দেখে খুশি এলাকার মানুষ।
advertisement
আরও পড়ুন: রাজ্য যোগাসনে প্রথম তৃতীয় শ্রেণির অদ্রিজা
এই প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়ে বেশ খুশি জয়নগর থানার পুলিশ কর্মীরা। ইতিমধ্যে বারুইপুর পুলিশ জেলার কুলতলি, মৈপীঠ উপকূল সহ ১২ টি থানা এলাকার পুলিশ কর্মীদের এই বিশেষ প্রশিক্ষন দেওয়া হয়েছে।
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
February 24, 2023 8:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ফাঁকা মাঠে শূন্যে গুলি ছুড়ছে পুলিশ, চাক্ষুষ করল জনতা