গঙ্গাসাগরের অপরূপ সৌন্দর্য মুগ্ধ করবে আপনাকে। বিস্তীর্ণ বেলভূমি, সাগরসঙ্গম ও বঙ্গোপসাগরের জলরাশি আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে নৈস্বর্গিক পরিবেশে। সঙ্গে আপনি কপিল মুনির দর্শন ও সেরে নিতে পারেন। বর্তমানে সাগরে অনেক ছোটো বড়ো দুর্গাপুজো হয়, সেগুলিও ঘুরে দেখতে পারেন আপনি।
আরও পড়ুন East Medinipur News: নাড়াজোল রাজবাড়ির দুর্গাপুজোয় এই মিষ্টান্ন ছাড়া ভোগ সম্পন্ন না
advertisement
এছাড়া আপনি কপিল মুণির মন্দির সংলগ্ন এলাকায় মনোরম পার্ক, মেলা মাঠ সহ একাধিক জায়গায় প্রকৃতির একেবারে কাছে অবস্থান করে, হারিয়ে যেতে পারেন প্রকৃতির কোলে। এখন সাগরে যাতায়াত করা আগের থেকে অনেক সহজ।
গঙ্গাসাগরে আসতে হলে আপনাকে শিয়ালদহ থেকে ট্রেনে চেপে আসতে হবে কাকদ্বীপে। শিয়ালদহ থেকে কাকদ্বীপ ট্রেনভাড়া ২৫ টাকা। কাকদ্বীপ স্টেশনে নামার পর টোটোতে করে লট নং ৮ এ পৌঁছাতে হবে আপনাকে ভাড়া ২০ টাকা। সেখান থেকে ভেসেলে কচুবেড়িয়া, ভেসেল খরচ ৮ টাকা। এরপর প্রায় ৩০ কিমি আপনাকে বাসে করে যেতে হবে ভাড়া মাত্র ৩০ টাকা।
আরও পড়ন Durga Puja 2022: আহেলী-র পুজোর ভোজে মিলবে জেলার স্বাদ!
আপনি চাইলে অন্য একটি পথেও যেতে পারেন গঙ্গাসাগর সেক্ষেত্রে আপনাকে শিয়ালদহ থেকে ট্রেনে চেপে নামখানা যেতে হবে। ভাড়া সেই ২৫ টাকা। এরপর নামখানার নারায়ণপুর ঘাট থেকে বেণুবন ঘাটে পৌঁছাতে হবে ভাড়া ৩২ টাকা এরপর সেখান থেকে টোটোতে করে ১২ কিমি পথ যেতে হবে ভাড়া মাত্র ৫০ টাকা।
আপনি যে দিক থেকেই যান মাত্র ১৫০ টাকার মধ্যেই পৌঁছে যেতে পারেন সাগরে। যাত্রাপথে আপনি নদীবক্ষে ভ্রমণকরার আনন্দ উপভোগ করতে পারেন। সমস্ত দিন ঘোরার পর আপনি ভেসেল টাইম দেখে ফিরেও আসতে পারেন। রাত্রিযাপন করতে চাইলে কোনো অতিথিনিবাস এ আপনি থেকে যেতে পারেন। তাহলে এবার পুজোয় দেরী না করে আপনি চলে আসুন গঙ্গাসাগরে।
ঠিকানা : গঙ্গাসাগর, পিন ৭৪৩৩৭৩
নবাব মল্লিক