TRENDING:

South24Parganas News : দিঘা মন্দারমণি তো অনেক হল! সাগরের টানে এবার ঘুরে আসুন গঙ্গাসাগর

Last Updated:

পুজোর ছোট্ট ছুটিতে বেরিয়ে আসুন কুপিল মুণির আশ্রম গঙ্গাসাগর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গঙ্গাসাগর: সমুদ্র সৈকত ঘুরতে ভালোবাসেন, সঙ্গে পুজোর আনন্দও উপভোগ করতে চান। বিশ্বাস ও ভক্তির মেলবন্ধনে হারিয়ে যেতে চান তাহলে পুজোয় সোজা চলে আসুন গঙ্গাসাগর। আগের মত যাত্রাপথ দুর্গম না থাকায় আপনি এখন সহজেই পৌঁছে যেতে পারেন সাগরে।বছরের অন‍্যান‍্য সময়ে বিশেষ করে গঙ্গাসাগর মেলার সময় সাগরসঙ্গমে অত‍্যাধিক ভিড় হয়। সেকারণে অনেকেই সেসময় পবিত্র তীর্থভূমি এড়িয়ে যান। তবে দুর্গা পুজোর সময় ভিড় অতটা না থাকায় আপনি নির্দ্বিধায় আসতে পারেন গঙ্গাসাগর।
advertisement

গঙ্গাসাগরের অপরূপ সৌন্দর্য মুগ্ধ করবে আপনাকে। বিস্তীর্ণ বেলভূমি, সাগরসঙ্গম ও বঙ্গোপসাগরের জলরাশি আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে নৈস্বর্গিক পরিবেশে। সঙ্গে আপনি কপিল মুনির দর্শন ও সেরে নিতে পারেন। বর্তমানে সাগরে অনেক ছোটো বড়ো দুর্গাপুজো হয়, সেগুলিও ঘুরে দেখতে পারেন আপনি।

আরও পড়ুন East Medinipur News: নাড়াজোল রাজবাড়ির দুর্গাপুজোয় এই মিষ্টান্ন ছাড়া ভোগ সম্পন্ন না

advertisement

এছাড়া আপনি কপিল মুণির মন্দির সংলগ্ন এলাকায় মনোরম পার্ক, মেলা মাঠ সহ একাধিক জায়গায় প্রকৃতির একেবারে কাছে অবস্থান করে, হারিয়ে যেতে পারেন প্রকৃতির কোলে। এখন সাগরে যাতায়াত করা আগের থেকে অনেক সহজ।

View More

গঙ্গাসাগরে আসতে হলে আপনাকে শিয়ালদহ থেকে ট্রেনে চেপে আসতে হবে কাকদ্বীপে। শিয়ালদহ থেকে কাকদ্বীপ ট্রেনভাড়া ২৫ টাকা। কাকদ্বীপ স্টেশনে নামার পর টোটোতে করে লট নং ৮ এ পৌঁছাতে হবে আপনাকে ভাড়া ২০ টাকা। সেখান থেকে ভেসেলে কচুবেড়িয়া, ভেসেল খরচ ৮ টাকা। এরপর প্রায় ৩০ কিমি আপনাকে বাসে করে যেতে হবে ভাড়া মাত্র ৩০ টাকা।

advertisement

আরও পড়ন Durga Puja 2022: আহেলী-র পুজোর ভোজে মিলবে জেলার স্বাদ!

আপনি চাইলে অন‍্য একটি পথেও যেতে পারেন গঙ্গাসাগর সেক্ষেত্রে আপনাকে শিয়ালদহ থেকে ট্রেনে চেপে নামখানা যেতে হবে। ভাড়া সেই ২৫ টাকা। এরপর নামখানার নারায়ণপুর ঘাট থেকে বেণুবন ঘাটে পৌঁছাতে হবে ভাড়া ৩২ টাকা এরপর সেখান থেকে টোটোতে করে ১২ কিমি পথ যেতে হবে ভাড়া মাত্র ৫০ টাকা।

advertisement

আপনি যে দিক থেকেই যান মাত্র ১৫০ টাকার মধ‍্যেই পৌঁছে যেতে পারেন সাগরে। যাত্রাপথে আপনি নদীবক্ষে ভ্রমণকরার আনন্দ উপভোগ করতে পারেন। সমস্ত দিন ঘোরার পর আপনি ভেসেল টাইম দেখে ফিরেও আসতে পারেন। রাত্রিযাপন করতে চাইলে কোনো অতিথিনিবাস এ আপনি থেকে যেতে পারেন। তাহলে এবার পুজোয় দেরী না করে আপনি চলে আসুন গঙ্গাসাগরে।

advertisement

ঠিকানা : গঙ্গাসাগর, পিন ৭৪৩৩৭৩

gangasagar

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South24Parganas News : দিঘা মন্দারমণি তো অনেক হল! সাগরের টানে এবার ঘুরে আসুন গঙ্গাসাগর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল