তবে তার সহযোগিতা করছেন লক্ষ্মীর ছেলে আকাশ। লক্ষ্মী ২০ থেকে ২৫ বছর ধরে প্রতিমা তৈরি করে আসছে। তবে লক্ষ্মী প্রতিমা তৈরি করতে স্বামীর সাহায্য নেয় না লক্ষ্মী । লক্ষ্মী এ বছর প্রায় ৩৫ টি লক্ষী প্রতিমা তৈরি করেছে নিজের হাতে। সেই প্রতিমা গুলি বিক্রি করে লক্ষ্মী তার নিজের হাত খরচা বাবদ তার কাছে থাকে। পাশাপাশি সে এই টাকা দিয়ে নিজের বাড়িতে বাড়িতে লক্ষ্মী পুজো করেন।
advertisement
আরও পড়ুন - Durga Puja Carnival: ২ বছরের অতিমারীর জ্বালা শেষ, মেগা কার্নিভালের অপেক্ষায় মহানগরের রাজপথ
লক্ষ্মী নস্কর তিনি আমাদেরকে জানান আমি নিজে হাতে লক্ষ্মী প্রতিমা তৈরি করি। বেশ কয়েক বছর ধরে প্রতিমা তৈরি করে আসছি আমি শুধুমাত্র লক্ষ্মী ঠাকুর তৈরি করি বাকি সময় আমি আমার স্বামীর প্রতিমা তৈরি করা কাজে সহযোগিতা করি। লক্ষী প্রতিমা বিক্রয় করে যা উপার্জন হয় সেটা দিয়ে আমি আমার বাড়িতে একটি বড় লক্ষ্মী পুজো করি। এবং পুজোর পরের দিন এলাকার মানুষদের খিচুড়ি ভোগ খাওয়ার ব্যবস্থা করি এবং প্রচুর মানুষ আসে আমাদের বাড়িতে খাওয়া-দাওয়া করে খুব আনন্দে কাটে আমার লক্ষ্মী পূজার দিনটি আমি আমার নিজের উপার্জনের টাকা দিয়ে করি।
Suman Saha