TRENDING:

South 24 Parganas News: সেতু পেরোতে গেলেই টুপটাপ খালে পড়ে যায় মানুষ! অবশেষে সমস্যার সমাধান বেরিয়ে এল

Last Updated:

রাঙাফলা এলাকায় দীর্ঘদিন ধরে বাঁশের সেতু ছিল। আমফানে সেই সেতুর একাংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে বেলপুকুর পঞ্চায়েতের পক্ষ থেকে সেতুটির সংস্কার করা হয়। তবে বারবার বাঁশ দিয়ে তৈরি হ‌ওয়ায় সেতুটি ক্রমশ‌ই দুর্বল হয়ে পড়ে। আর তাতেই ঘটতে থাকে একের পর এক দুর্ঘটনা। এই সেতুর নিচ দিয়ে বয়ে গিয়েছে হুগলি নদীর সংযোগকারী খাল। সেতুটি দুর্বল থাকায় অনেকেই সেই খালে পড়ে যান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: দুর্বল বাঁশের সেতু, তার উপর দিয়েই নিত্য যাতায়াত। আর তাই প্রায়শই‌ দুর্ঘটনা ঘটে। অল্প বৃষ্টিতেই সেই সেতু পিচ্ছিল হয়ে ওঠে। ফলে প্রতিমুহূর্তে আতঙ্কে থাকেন এই সেতু ব্যবহারকারীরা। অবশেষে এলাকার মানুষের সমস্যাকে গুরুত্ব দিয়ে এই সেতু সমস্যা মিটতে চলেছে কুলপিতে। তৈরি হচ্ছে নতুন স্থায়ী সেতু।
advertisement

কুলপির বেলপুকুর অঞ্চলের রাঙাফলা গ্রামে তৈরি হচ্ছে এই সেতু। লোহার বেইলি ব্রিজ যে পদ্ধতিতে তৈরি করা হয় ঠিক সেভাবেই নির্মাণ করা হচ্ছে এটি। খরচ হচ্ছে প্রায় ৭৫ লক্ষ টাকা। ফলে খুশি স্থানীয়রা।

আরও পড়ুন: ডিএ ধর্মঘটে অংশ নেওয়া স্যারদের স্কুলে ঢুকতে বাধা সোমবারও অব্যাহত থাকল

এলাকার মানুষের থেকে জানা গেল, রাঙাফলা এলাকায় দীর্ঘদিন ধরে বাঁশের সেতু ছিল। আমফানে সেই সেতুর একাংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে বেলপুকুর পঞ্চায়েতের পক্ষ থেকে সেতুটির সংস্কার করা হয়। তবে বারবার বাঁশ দিয়ে তৈরি হ‌ওয়ায় সেতুটি ক্রমশ‌ই দুর্বল হয়ে পড়ে। আর তাতেই ঘটতে থাকে একের পর এক দুর্ঘটনা। এই সেতুর নিচ দিয়ে বয়ে গিয়েছে হুগলি নদীর সংযোগকারী খাল। সেতুটি দুর্বল থাকায় অনেকেই সেই খালে পড়ে যান। ফলে স্থায়ী সেতুর দাবি ক্রমশ জোড়ালো হতে থাকে।

advertisement

View More

এলাকার মানুষের সেই দাবি মেনে বেলপুকুর পঞ্চায়েতের পক্ষ থেকে লোহার স্থায়ী সেতু তৈরির কাজ শুরু হয়েছে। এ বিষয়ে বেলপুকুর পঞ্চায়েতের পক্ষ থেকে বাপী বিশ্বকর্মা বলেন, সেতু নিয়ে দীর্ঘদিনের সমস্যা ছিল। সেই সমস্যা অবশেষে মিটতে চলেছে। এতে স্থানীয় মানুষ অনেকটাই উপকৃত হবেন।

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: সেতু পেরোতে গেলেই টুপটাপ খালে পড়ে যায় মানুষ! অবশেষে সমস্যার সমাধান বেরিয়ে এল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল