South 24 Parganas News: গোড়ালি সমান কাদায় নেমে উঠতে হয় নৌকায়, বছরের পর বছর একই দুর্ভোগ! বেকায়দায় নিত্যযাত্রীরা
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
South 24 Parganas News: ভাটা পড়লে জেটিঘাট থেকে নেমে প্রায় গোড়ালি সমান কাদায় নেমে নৌকায় উঠতে হয় যাত্রীদের। বছরের পর বছর এমনই পরিস্থিতি রাধারানীপুর জেটিঘাটের।
advertisement
1/6

ভাটা পড়লে জেটিঘাট থেকে নেমে প্রায় গোড়ালি সমান কাদায় নেমে নৌকায় উঠতে হয় যাত্রীদের। বছরের পর বছর এমনই পরিস্থিতি হয়ে রয়েছে বাসন্তী ব্লকের জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের রাধারানীপুর জেটিঘাটের। সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে সেটির হাল বেশ খারাপ। (তথ্য ও ছবি - সুমন সাহা)
advertisement
2/6
তাছাড়া মাঝে মধ্যেই ভাটা পড়লে খেয়া পারাপারের সময় আচমকা নদীতে অনেক জল নেমে যাওয়ায় বিপত্তিও ঘটে। নদীতে জেগে ওঠা চড়ায় আটকে যায় নৌকা। বিগত দিনে এরকম নজিরও ঘটেছে। এই পরিস্থিতিতে যাত্রীদের অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।
advertisement
3/6
জেটিঘাট থেকে গোসাবার আমলামেথি, বালি ১, ২ পঞ্চায়েত সহ সহ বিস্তীর্ণ দ্বীপঞ্চলে যাওয়া যায়। প্রতিদিন প্রায় ১০ থেকে ১৫ হাজার বাসিন্দা এই ঘাট ব্যবহার করেন। জোয়ারের সময় কাদায় না নামতে হলেও ভাটার সময় চরম দুর্ভোগ পোহাতে হয় বাসিন্দাদের।
advertisement
4/6
সমস্যার সমাধানে ওই জায়গায় বিদ্যাধরী নদীর তীরে একটি ভাসমান জেটি তৈরি করা প্রয়োজন। সোমবার সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসেন বাসন্তীর বিধায়ক। পরিদর্শনের পর পরিবহণ দফতরের মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীকে এই সংক্রান্ত প্রস্তাব পাঠিয়েছেন তিনি।
advertisement
5/6
সাধারণ মানুষের দাবি, দ্রুত এখানে উন্নত মানের জেটিঘাট তৈরি করতে হবে। আসন্ন নির্বাচনের আগে সেই দাবিকে মান্যতা দিতেই এদিন ঘটনাস্থল পরিদর্শন করেন বিধায়ক। তবে বিধানসভা ভোটের আগে ভাসমান জেটির প্রস্তাব গৃহীত হয় কিনা, তার দিকেই তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ।
advertisement
6/6
যদিও বিধায়ক জানিয়েছেন, এখানে নতুন করে ভাসমান জেটি তৈরি করা খুবই দরকার। মন্ত্রীকে বিষয়টি জানানো হয়েছে। তিনি সম্মতি দিয়েছেন। আশা করছি, খুব শীঘ্রই এই সংক্রান্ত কাজের জন্য অর্থ বরাদ্দ হবে। সাধারণ মানুষের সমস্যা মিটবে। (তথ্য ও ছবি - সুমন সাহা)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: গোড়ালি সমান কাদায় নেমে উঠতে হয় নৌকায়, বছরের পর বছর একই দুর্ভোগ! বেকায়দায় নিত্যযাত্রীরা