TRENDING:

Plywood: আসবাব তৈরিতে কাঠের জায়গা নিয়েছে প্লাইবোর্ড! কিন্তু কীভাবে তৈরি হয়? দেখুন

Last Updated:

Plywood: কাঠের বিকল্প হিসেবে এই প্লাইবোর্ডের চাহিদা আগের তুলনায় অনেক বেশি। যার কারণ অল্প সময়ের কম খরচে বাড়ির যে কোনও আসবাবপত্র তৈরি হচ্ছে সহজে। তবে এই প্লাইবোর্ড কীভাবে তৈরি করা হয় সেটা হয়তো অনেকের জানা নেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগণার: কাঠের বিকল্প হিসেবে এই প্লাইবোর্ডের চাহিদা আগের তুলনায় অনেক বেশি। যার কারণ অল্প সময়ের কম খরচে বাড়ির যে কোনও আসবাবপত্র তৈরি হচ্ছে সহজে। তবে এই প্লাইবোর্ড কীভাবে তৈরি করা হয় সেটা হয়তো অনেকের জানা নেই। প্লাইবোর্ডের বিভিন্ন কারখানা হয়তো রাজ্যের বাইরের কোনও না কোনও জায়গায় তৈরি হয় এবং সেটা আমাদের এখানে আমদানি করা হয়। তবে এর ফলে অনেক বেশি দাম পড়ে যায়।
advertisement

তবে এখন দক্ষিণ ২৪ পরগণার বিভিন্ন এলাকায় এই ধরনের প্লাইবোর্ডের কারখানা গজিয়ে উঠেছে। যার জন্য অনেকটাই দাম কমেছে। কম খরচে অল্প সময়ের মধ্যেই ভাল ডিজাইনের ওয়ারড্রব, আলমারি, বিভিন্ন ডিজাইনের খাট ও আরও বিভিন্ন ধরনের ঘর সাজানো সামগ্রী বানানো যাবে।

আরও পড়ুন: বাড়িতেই বানিয়ে ফেলুন বাঁকুড়ার বিখ্যাত মেচা সন্দেশ! রইল রেসিপি

advertisement

আরও পড়ুন: কৃষ্ণনগর বসন্ত উৎসবে মঞ্চ মাতালেন রানা দলুই! থাকছে ‘ফসিলস’ও, কবে? দেখে নিন

View More

কিন্তু কীভাবে তৈরি হচ্ছে এই প্লাইবোর্ডে? বিভিন্ন কাঠের গুড়ি থেকে মেশিনের মাধ্যমে কাগজের মত পাতা তুলে নেওয়া হয়। আর সেই পাতা রোদে শুকিয়ে নিয়ে তারপর সেই পাতা একটির পর একটি সাজিয়ে রাখা হয়। তারপর বিভিন্ন সাইজের করে নেওয়া হয়। এরপর বিশেষ ধরণের তরল পদার্থ দিয়ে সেটিকে জুড়ে একে একে সাজিয়ে মেশিনের গরম তাপের মধ্যে দিয়ে কয়েক ঘন্টা রেখে দিলেই বিভিন্ন সাইজের প্লাইবোর্ড তৈরি হয়ে যাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Plywood: আসবাব তৈরিতে কাঠের জায়গা নিয়েছে প্লাইবোর্ড! কিন্তু কীভাবে তৈরি হয়? দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল