কাশীনগর বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই আতসবাজির প্রদর্শনীর আয়োজন করা হয়। ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রতিবছর কাশীনগর বাজারে নবদুর্গা তোলা হয়। আর এই নবদুর্গার বিসর্জন উপলক্ষে এই আতসবাজির প্রদর্শনীর আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠান করতে খরচ পড়ে প্রায় ৪ লক্ষ টাকা। এই আতসবাজির প্রদর্শনী স্থানীয় কাশীনগর হাইস্কুলের মাঠে অনুষ্ঠিত হয়। আতসবাজি থেকে যাতে কোনোরকম দূর্ঘটনা না হয় সেজন্য নিরাপদ দূরত্বে বাঁশের বেড়া দেওয়া হয়েছিল। সঙ্গে ছিল পর্যাপ্ত জলের ব্যবস্থা।
advertisement
আরও পড়ুনঃ মা'কে বিদায় জানানোর পালা, ডায়মন্ড হারবার জুড়ে চলছে বিজয়া দশমী
যে কোনোরকমের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ছিল কড়া নিরপত্তার ব্যবস্থা। এ নিয়ে ব্যবসায়ী সমিতির সভাপতি ভগবান অধিকারী বলেন প্রতিবছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। যা দেখতে দূর দূরান্ত থেকে মানুষজন আসেন। এই আতসবাজির প্রদর্শনীতে কোনো শব্দ বাজি ব্যবহার করা হয়না। ফলে আট থেকে আশি সকলেই এই আতসবাজির প্রদর্শনী দেখতে আসেন। এবছর অত্যধিক ভিড়ের কারণে নিরপত্তাজনিত দিকটি তারা খতিয়ে দেখছেন। সেজন্য প্রশাসনের সাহায্যও নেওয়া হয়েছে।
Nawab Mallick