এই শ্মশানে কালীপুজোর সূচনা করেছিলেন সাধক মণিলাল চক্রবর্তী। বর্তমানে তাঁরই উত্তরসুরী সাধক শ্যামল চক্রবর্তী এই শ্মশানের দায়িত্ব সামলান। এখনও কালীপুজোর রাত্রে তন্ত্রমতে পুজো হয় এখানে। জঙ্গলের মধ্যে অবস্থিত এই শ্মশানে আজও প্রবেশ করলে গা ছমছম করে ওঠে সকলের।
আরও পড়ুন : কালীপুজোয় মহা সমারোহে পূজিত হবেন খলিশানি দক্ষিণাকালী মা বা বুড়িমা
advertisement
আরও পড়ুন : চিনা লাইটের চাপে অনেকটা ধুঁকছে মাটির প্রদীপ
মন্দিরের বর্তমান সেবায়েত শ্যামল চক্রবর্তী জানান তান্ত্রিক মতে পুজো হয় এখানে। আগে ছিল টোলের ঘর, ছিল গভীর জঙ্গল। বর্তমানে জঙ্গল কিছুটা কমেছে, ফলে এখন লোকসমাগম বেশি হচ্ছে। এই মন্দির খুবই জাগ্রত মন্দির। স্বপ্নাদেশে এখানে মন্দির প্রতিষ্ঠা করা হয়। করা হয় নিত্য পুজোর ব্যবস্থা। এখনও সেই প্রাচীন রীতি মেনে পুজো করা হয় এখানে।
advertisement
Location :
First Published :
Oct 17, 2022 3:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : কালীপুজোয় তান্ত্রিক মতে পুজো হয় দক্ষিণ বিষ্ণুপুরের এই প্রাচীন মন্দিরে





