Howrah News: কালীপুজোয় মহা সমারোহে পূজিত হবেন খলিশানি দক্ষিণাকালী মা বা বুড়িমা
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Kali Puja 2022: শুধু ওই গ্রাম নয়, গ্রাম ছাড়িয়ে দূর দূরান্তের মানুষ বুড়িমার কাছে ছুটে আসেন
রাকেশ মাইতি, হাওড়া: সব মুশকিল আসান হয় বুড়িমার কৃপায়, গ্রামে যে কোনও পূজার্চনা বা শুভ কাজের আগে বুড়িমাকে পুজো নিবেদন সবার প্রথম, এই প্রথা প্রায় চার থেকে পাঁচশো বছর ধরে হয়ে আসছে হাওড়ার এক গ্রামে। বিপদের সম্মুখীন হলেই হাওড়া খলিশানি গ্রামের মানুষ খলিশানি দক্ষিণা কালী মা বা বুড়িমার শরণাপন্ন হন, তাতে বিপদ থেকে মুক্তি মেলে বলেই বিশ্বাস ৷
শুধু ওই গ্রাম নয়, গ্রাম ছাড়িয়ে দূর দূরান্তের মানুষ বুড়িমার কাছে ছুটে আসেন। যে কোনও বিপদ হোক না কেন, বুড়িমাকে সন্তুষ্ট করতে পারলে সেই বিপদ থেকে মুক্তি মিলছে যুগ যুগ ধরে-সেই বিশ্বাস রয়েছে মানুষের মনে। স্থানীয় মানুষের বিশ্বাস, আজ থেকে প্রায় চার থেকে পাঁচ শতাব্দী আগে স্বপ্নাদেশে প্রতিষ্ঠিত হয় হাওড়া উলুবেড়িয়া খলিশানি দক্ষিণা কালী মা৷
advertisement
আরও পড়ুন : চিনা লাইটের চাপে অনেকটা ধুঁকছে মাটির প্রদীপ
সারা বছর গ্রাম-সহ ও পার্শ্ববর্তী এলাকা এবং ভিন রাজ্য থেকেও আসে ভক্ত। সারা বছর দুই বেলা মায়ের আরাধনা হয়। অমাবস্যায় বিশেষ পুজো অনুষ্ঠান হয়, কালী পুজোয় জাঁকজমক করে দক্ষিণা কালী মায়ের মায়ের আরাধনা হয় প্রতি বছর।
advertisement
advertisement
১৬ নম্বর জাতীয় সড়ক হয়ে উলুবেড়িয়া খলিশানি বাসস্টপেজ থেকে পশ্চিমে ৫-৭ মিনিট হাঁটাপথ।
view commentsLocation :
First Published :
October 17, 2022 2:34 PM IST