এদিন মঞ্চে উপস্থিত ছিলেন নিমপীঠ শ্রীরামকৃষ্ণ আশ্রমের সম্পাদক মহারাজ স্বামী সদানন্দ মহারাজ, কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার, জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, জয়নগর এক নম্বর বি ডি ও সত্যজিৎ বিশ্বাস, সিআই জয়নগর দেবাঞ্জয় সেন, বকুলতলা থানার ওসি তাপস কুমার মন্ডল, জয়নগর থানার আইসি রাকেশ চ্যাটার্জি, জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার এবং ভাইস চেয়ারম্যান রথীন কুমার মণ্ডল, বিশিষ্ট চিকিৎসক ডক্টর নাসিম আক্তার, ডাক্তার হরিসাধন নস্কর কে মঞ্চে সংবর্ধনা দেওয়া হয়।
advertisement
আরও পড়ুনঃ এক মাসেই উঠে গেল কুলপি রোডের স্পিড ব্রেকার! দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয়রা
এরপর সমস্ত অতিথিদের উপস্থিতিতে মণ্ডপের ফিতে কেটে শুভ সূচনা করেন নিমপীঠ শ্রীরামকৃষ্ণ আশ্রমের সম্পাদক মহারাজ স্বামী সদানন্দ মহারাজ। এদিন জগদ্ধাত্রী পূজা মন্ডপ থেকে জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার তিনি বলেন সাধারণত আমাদের এলাকাতে জগদ্ধাত্রী পূজা সেভাবে হয় না গত দুবছর ধরে আমাদের এই জয়নগর থানার মোড়ে জগদ্ধাত্রীপুজোর আয়োজন করা হয়। চন্দননগরের আলোক সজ্জায় মুড়ে ফেলা হয়, পুরো জয়নগর এলাকা। এবং প্রচুর মানুষ আমাদের এই প্রতিমা দেখতে আসে। আমাদের এখানকার নিয়মে নবমী থেকে আমরা পুজো শুরু করি।
Suman Saha