South 24 Parganas News: এক মাসেই উঠে গেল কুলপি রোডের স্পিড ব্রেকার! দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয়রা
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
পুজোর আগে দুর্ঘটনা এড়াতে কুলপি রোডে জয়নগর, দক্ষিণ বারাসাত, পদ্মেরহাট বিভিন্ন মোড়ে মোড়ে দুর্ঘটনা প্রবণ এলাকাগুলিতে বসানো হয়েছিল স্পিড ব্রেকার। দুর্গাপুজো কালীপুজো শেষ হয়েছে, এখন চলছে জগদ্ধাত্রী পুজো।
#জয়নগর : পুজোর আগে দুর্ঘটনা এড়াতে কুলপি রোডে জয়নগর, দক্ষিণ বারাসাত, পদ্মেরহাট বিভিন্ন মোড়ে মোড়ে দুর্ঘটনা প্রবণ এলাকাগুলিতে বসানো হয়েছিল স্পিড ব্রেকার। দুর্গাপুজো কালীপুজো শেষ হয়েছে, এখন চলছে জগদ্ধাত্রী পুজো। আর মাত্র কয়েক দিনের মধ্যে সমস্ত স্পিড ব্রেকার ভেঙে উড়ে গেছে। এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই সবেমাত্র কয়েকদিন লাগিয়েছে এইগুলি। কয়েক দিনের মধ্যে এভাবে ভেঙে গেল। এই কুলপি রোডের উপর দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার গাড়ি যাতায়াত করে।
পুজোর আগে এই স্পিড ব্রেকারগুলি লাগানোর ফলে অনেক দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। যেভাবে বাইক গুলি ও অন্যান্য গাড়ি যাতায়াত করে যে কোন সময় বড়সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে অনেকটাই এই স্পিড ব্রেকাররক্ষা করবে বলে আমরা মনে করি। তবে অবিলম্বে এই গুলি যদি নতুন করে আবারো বসিয়ে দেয় এবং আর একটু সংখ্যা বাড়িয়ে। স্কুলগুলির সামনে যদি তাহলে অনেকটাই উপকৃত হবে এলাকার মানুষ।
advertisement
আরও পড়ুনঃ জয়নগরে জমজমাট জগদ্ধাত্রী পুজো! আনন্দে মেতেছে স্থানীয়রা
তবে এ ব্যাপারে স্থানীয় দক্ষিণ বারাসাত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অরুন নস্কর তিনি আমাদেরকে জানান এই রাস্তা দিয়ে প্রচুর পরিমাণে দশ থেকে বারো ও চোদ্দো চাকা ট্রাক ও ভারী যানবাহন চলাচল করে, যার কারণে স্পিড ব্রেকারগুলি হয়তো ভেঙে গেছে। এ বিষয়টি আমাদের নজরে আছে। আমরা স্থানীয় বিধায়ক ও ব্লক প্রশাসনের সাথে এই বিষয়ে কথা হয়েছে খুব তাড়াতাড়ি আমরা আবার এই কাজ করে দেব।
advertisement
advertisement
Suman Saha
Location :
First Published :
November 02, 2022 8:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: এক মাসেই উঠে গেল কুলপি রোডের স্পিড ব্রেকার! দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয়রা