South 24 Parganas News: জয়নগরে জমজমাট জগদ্ধাত্রী পুজো! আনন্দে মেতেছে স্থানীয়রা

Last Updated:

গুণীজন সংবর্ধনার মধ্য দিয়ে জয়নগর অধিবাসীবৃন্দের সার্বজনীন জগদ্ধাত্রী পূজা মন্ডপের শুভ সূচনা হলো। জয়নগর মজিলপুর অধিবাসীবৃন্দের পরিচালনায় জয়নগর থানার মোড়েসার্বজনীন জগদ্ধাত্রী পূজা এ বছর দ্বিতীয় বর্ষের পদার্পণ করল।

জয়নগরে জগদ্ধাত্রী প্রতিমা
জয়নগরে জগদ্ধাত্রী প্রতিমা
#জয়নগর : গুণীজন সংবর্ধনার মধ্য দিয়ে জয়নগর অধিবাসীবৃন্দের সার্বজনীন জগদ্ধাত্রী পূজা মন্ডপের শুভ সূচনা হলো। জয়নগর মজিলপুর অধিবাসীবৃন্দের পরিচালনায় জয়নগর থানার মোড়েসার্বজনীন জগদ্ধাত্রী পূজা এ বছর দ্বিতীয় বর্ষের পদার্পণ করল। এই পূজোমন্ডপ সংলগ্ন মঞ্চে পূজা কমিটির পক্ষ থেকে এক বিশেষ গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়। জয়নগর এদত অঞ্চলের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং শিক্ষক ও ডাক্তার দের সম্বর্ধনা দেওয়া হয়।
এদিন মঞ্চে উপস্থিত ছিলেন নিমপীঠ শ্রীরামকৃষ্ণ আশ্রমের সম্পাদক মহারাজ স্বামী সদানন্দ মহারাজ, কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার, জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, জয়নগর এক নম্বর বি ডি ও সত্যজিৎ বিশ্বাস, সিআই জয়নগর দেবাঞ্জয় সেন, বকুলতলা থানার ওসি তাপস কুমার মন্ডল, জয়নগর থানার আইসি রাকেশ চ্যাটার্জি, জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার এবং ভাইস চেয়ারম্যান রথীন কুমার মণ্ডল, বিশিষ্ট চিকিৎসক ডক্টর নাসিম আক্তার, ডাক্তার হরিসাধন নস্কর কে মঞ্চে সংবর্ধনা দেওয়া হয়।
advertisement
আরও পড়ুনঃ এক মাসেই উঠে গেল কুলপি রোডের স্পিড ব্রেকার! দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয়রা
এরপর সমস্ত অতিথিদের উপস্থিতিতে মণ্ডপের ফিতে কেটে শুভ সূচনা করেন নিমপীঠ শ্রীরামকৃষ্ণ আশ্রমের সম্পাদক মহারাজ স্বামী সদানন্দ মহারাজ। এদিন জগদ্ধাত্রী পূজা মন্ডপ থেকে জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার তিনি বলেন সাধারণত আমাদের এলাকাতে জগদ্ধাত্রী পূজা সেভাবে হয় না গত দুবছর ধরে আমাদের এই জয়নগর থানার মোড়ে জগদ্ধাত্রীপুজোর আয়োজন করা হয়। চন্দননগরের আলোক সজ্জায় মুড়ে ফেলা হয়, পুরো জয়নগর এলাকা। এবং প্রচুর মানুষ আমাদের এই প্রতিমা দেখতে আসে। আমাদের এখানকার নিয়মে নবমী থেকে আমরা পুজো শুরু করি।
advertisement
advertisement
Suman Saha
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: জয়নগরে জমজমাট জগদ্ধাত্রী পুজো! আনন্দে মেতেছে স্থানীয়রা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement