TRENDING:

South 24 Parganas News : জয়নগরে সুইমিং পুল! সাঁতার শিখতে আর যেতে হবে না দূরে

Last Updated:

 সাঁতরে ট্রেনিং নিতে ছুটে যেতে হতো হয় বারুইপুর নয় কলকাতা এবার জয়নগরে এলাকার শিশুরা ট্রেনিং নিতে পারবে সাঁতরের ,তৈরি হল সুইমিংপুল। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: এবার জয়নগরে তৈরি হল সুইমিংপুল। আর ছুটে যেতে হবে না শহরের দিকে। সাঁতরে ট্রেনিং নিতে ছুটে যেতে হতো হয় বারুইপুর নয় কলকাতা এখন জয়নগরে এলাকার শিশুরা সাঁতরের নিতে পারবে ট্রেনিং তৈরি হল সুইমিংপুল। জয়নগর থানা দত্ত বাজারে রামকৃষ্ণ সুইমিং পুলের উদ্যোগে শুরু হল সাঁতর ট্রেনিং সেন্টার। মূলত এই সুইমিং পুলে ১৫ থেকে ২০জন শিশুরা একসঙ্গে সাঁতারশিখতে পারবে। এই সুইমিং পুলে এখন থেকে প্রতিদিনই শিশুরা কেউ সাঁতার কাটছে আবার কেউ কেউ শেখারও চেষ্টা করছে। একজন মেইনটার শিশুদের কিভাবে সাঁতর শিখবেন সে বিষয়ে নির্দেশ দিচ্ছেন। সাঁতর শিখতেতে আসা তাদের অভিভাবকরা ছেলেরা কিভাবে শিখছে সেটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে।
advertisement

আরও পড়ুন:  প্রচারে বেরিয়ে নিজের কর্তব্যে অবিচল BJP-র চিকিৎসক প্রার্থী, পরামর্শ দিলেন সুস্বাস্থ্য নিয়ে

সূত্রের খবর সুইমিং পুলে উপরে পুরোটাই নজর রাখা হয়েছে এবং দেখাশোনার জন্য নিয়মিত দুজনকে রাখা হয়েছে। এই সুইমিং পুলটি প্রায় ৪৫ মিটার লম্বা কুড়ি মিটার চওড়া। প্রতিদিনই সকাল এবং বিকালে যে সমস্ত প্রশিক্ষণ নেওয়ার জন্য এখানে ভর্তি হয়েছে তাদেরকে দু’ঘণ্টা করে সাঁতর প্রশিক্ষণ দেওয়া হয়। এই সুইমিংপুলে চেঞ্জিং রুমের ব্যবস্থা আছে। মাসে একবার করে জল পরিবর্তন করা হয় জল চেঞ্জ করতে প্রায় ২৫ থেকে ৩০ ঘণ্টা সময় লেগে যায়। এ প্রসঙ্গে সাঁতার শিখতে আসা এক অভিভাবক তিনি বলেন এই ধরনের সুবিধার জন্য অসংখ্য ধন্যবাদ। জয়নগর এলাকাতে এই ধরনের একটি সুইমিং পুলের প্রয়োজন ছিল। আর এই সুযোগ কাজে লাগিয়ে জয়নগর থেকে ভাল একটি সাঁতর দল গড়ে উঠুক।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : জয়নগরে সুইমিং পুল! সাঁতার শিখতে আর যেতে হবে না দূরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল