পঞ্চায়েত ভোট যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে ভাঙড়। শনিবার ভাঙড়ের হাতিশালা রণক্ষেত্র হয়ে ওঠে। শেষ পর্যন্ত বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। তবে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।
আরও পড়ুন: আসানসোলের এই বাজার এলাকার যানজটের সমস্যা এবার মিটতে চলেছে
স্থানীয় সূত্রে খবর, এই ঘটনার সূত্রপাত শুক্রবার রাত। অভিযোগ, গত রাতে ভাঙড়ে গুলি চলে। তৃণমূল কর্মী সমর্থকদের দাবি, আইএসএফ কর্মী-সমর্থকরা গুলি চালিয়েছিল। যদিও সেই দাবি মানতে চায়নি আইএসএফ। এরই প্রতিবাদে হাড়োয়ায় পথ অবরোধ শুরু হয়। সেই ঘটনার রেশ ধরেই শনিবার দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
advertisement
শনিবার আইএসএফ কর্মী সমর্থকরা হাতিশালা মোড় অবরোধ করে। সেখানেই দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। আইএসএফ অভিযোগ করে, তৃণমূল জোর করে তাদের উপর হামলা চালিয়ে পথ অবরোধ তুলে দিয়েছে। এরপর ক্ষুব্ধ আইএসএফ কর্মীরা রাস্তা আটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই সময়ই মুড়ি মুড়কির মত বোমাবাজি হয় বলে অভিযোগ। আইএসএফ ও তৃণমূল দুই শিবিরের আহতদের জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
সুমন সাহা