ঘটনাটি ঘটেছে সাতমুখী গাজীপাড়া এলাকায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল পঞ্চায়েত ভোটে জিতে যাওয়ার পরেই উত্তপ্ত হয়ে ওঠে ক্যানিং। এই প্রথম বার ক্যানিংয়ে পঞ্চায়েত ভোট হয়নি।তাই তৃণমূল জিতে যাওয়ায় এলাকায় বিজয় উৎসব চলে গতকাল। কিন্তু রাতে আইএসএফ এলাকায় বোমা মারার ঘটনা ঘটায় বলে অভিযোগ। এরপর সেই এলাকায় কয়েকজন তৃণমূল কর্মী প্রতিবাদ করতে যায়। তার পরেই আইএসএফ কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে তাঁদের লক্ষ্য করে তেড়ে যায়।
advertisement
আরও পড়ুন: জিতেই তৃণমূলে, ২৪ ঘণ্টার মধ্যেই খেলা ঘুরিয়ে দিল সিপিএম! পাঁশকুড়ায় জোর টানাপোড়েন
পালাতে গিয়ে এক তৃণমূল কর্মী নান্টু গাজি পড়ে যান। তখনই আইএসএফ কর্মীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথাড়ি ভাবে কোপাতে শুরু করেন বলে অভিযোগ। এই নিয়ে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজ্যে মৃত্যুর সংখ্যা ৫০ ছাড়িয়ে গেল বলে অভিযোগ। যদিও তৃণমূল কর্মীর উপরে হামলার অভিযোগ অস্বীকার করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গভীর রাতে। ঘটনা স্থলে যায় ক্যানিং থানার বিশাল পুলিশ বাহীনি। আহতকে প্রথম ক্যানিং হাসপাতালে নিয়ে আসা হয়। সঙ্গে সঙ্গেই চিকিৎসকরা কলকাতা হাসপাতালের রেফার করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।